অনুপম হাজরার পাশে দাঁড়ালেন অনুব্রত মণ্ডল

অনুপম হাজরার পাশে দাঁড়ালেন অনুব্রত মণ্ডল। নেত্রীর নির্দেশে এক টেবলে বসলেন দুই বিবদমান নেতা। সঙ্গে আর এক নেতা গগন সরকার। চাকরি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে তৃণমূল সাংসদ অনুপম হাজরার। দিনকতক আগে চাকরি ফেরত পেতে আন্দোলন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। পঁয়ত্রিশজন বিশ্ববিদ্যালয় কর্মীর চাকরি ফেরতের দাবিতে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন গগন সরকার।

Updated By: Jun 26, 2016, 09:35 PM IST
অনুপম হাজরার পাশে দাঁড়ালেন অনুব্রত মণ্ডল

ওয়েব ডেস্ক: অনুপম হাজরার পাশে দাঁড়ালেন অনুব্রত মণ্ডল। নেত্রীর নির্দেশে এক টেবলে বসলেন দুই বিবদমান নেতা। সঙ্গে আর এক নেতা গগন সরকার। চাকরি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে তৃণমূল সাংসদ অনুপম হাজরার। দিনকতক আগে চাকরি ফেরত পেতে আন্দোলন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। পঁয়ত্রিশজন বিশ্ববিদ্যালয় কর্মীর চাকরি ফেরতের দাবিতে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন গগন সরকার।

তাঁর অনুগামীরা অনুপমকে নিগ্রহ করেন বলে অভিযোগ। এরপর তৃণমূলের কর্মশালায় প্রকাশ্যেই অনুব্রতকে, অনুপম সমস্যার সমাধান করতে বলেন মুখ্যমন্ত্রী। অনুব্রত, অনুপম ও গগনের বৈঠকে একটি আপোস রফা হয়েছে।

.