পূর্বস্থলী কাঙ্কালকাণ্ডে গ্রেফতার আরও ৪
পূর্বস্থলী কাঙ্কালকাণ্ডে আরও চারজনেক গ্রেফতার করল পুলিস। এই নিয়ে মোট আট জন গ্রেফতার হল।
Updated By: Mar 22, 2017, 06:29 PM IST
![পূর্বস্থলী কাঙ্কালকাণ্ডে গ্রেফতার আরও ৪ পূর্বস্থলী কাঙ্কালকাণ্ডে গ্রেফতার আরও ৪](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/22/81436-handcuffedhandslinedrawing.jpg)
ওয়েব ডেস্ক : পূর্বস্থলী কাঙ্কালকাণ্ডে আরও চারজনেক গ্রেফতার করল পুলিস। এই নিয়ে মোট আট জন গ্রেফতার হল।
সোমবার পূর্বস্থলীর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু কঙ্কাল উদ্ধার করে পুলিস। গ্রেফতার করা হয় চারজনকে। চারজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে নদিয়ার নাকাশিপাড়াতেও রয়েছে কঙ্কালকাণ্ডের বেশকিছু চাঁই। সেইমত গতকাল রাতে পুলিস নদিয়ার নাকাশিপাড়া ও পূর্বস্থলীতে ফের অভিযান চালায়। উদ্ধার করা হয় বেশ কিছু মাথার খুলি ও হাড়। গ্রেফতার করা হয় চারজনকে।
আরও পড়ুন, জোরালো হল প্রাক্তন ইডি অফিসার মনোজ কুমারের গ্রেফতারির সম্ভাবনা!