এমন বিপজ্জনক স্টান্ট কখনও দেখেছেন, ভাইরাল ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন
ইতালিয়ান শোয়ের একটি অংশ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
![এমন বিপজ্জনক স্টান্ট কখনও দেখেছেন, ভাইরাল ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন এমন বিপজ্জনক স্টান্ট কখনও দেখেছেন, ভাইরাল ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/01/05/167540-vd.jpg)
নিজস্ব প্রতিবেদন: অসম্ভব! সেটা আবার কী? অনেক সময় অসম্ভবকেও এখন মনে হয় সম্ভব। বিশেষ করে রিয়েলিটি শোয়ের আজব কাণ্ডকারখানা দেখে মাঝে মাঝে থ হয়ে যেতে হয়। চোখে দেখেও প্রশ্ন জাগে, এ কি বাস্তবে সম্ভব? তেমনই একটি রিয়েলিটি শোয়ের ভিডিয়ো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সার্কাসে কাজ করেন নগীপ ও গিয়ান। একটি ইতালিয়ান টিভি শো 'দ্য নাইট অব রেকর্ডস'-এ অংশগ্রহণ করেছিলেন তাঁরা। ওই শোয়ে দুই ভাইয়ের কাণ্ডকারখানা দেখে চমকে গিয়েছেন সকলে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চর্চার বিষয় দুই ভাই। কী করেছেন তাঁরা? ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নগীপ নিজের ভাইয়ের মাথার উপরে উল্টো করে রয়েছে। আর সেই অবস্থাতেই কোনও ধরনের ব্যবস্থা ছাড়া জিয়াঙ্গ এগিয়ে চলছেন। ভাইকে মাথায় নিয়ে ১০টি ধাপ সিঁড়ি দিয়ে নেমেছেন গিয়ান। আর তা করেছেন মাত্র ৫৩.৯৭ সেকেন্ডে। একই অবস্থায় আবার ১০ ধাপ ভেঙেছেন।
দুই ভাইয়ের পারফরম্যান্সের সময় শিউরে উঠেছেন দর্শকরাও। কারণ, এটা খুবই ঝুঁকিপূর্ণ। একটু এদিক-ওদিক হলেই সাক্ষাত্ মৃত্যু। তবে দুই ভাইয়ের দাবি, দীর্ঘদিন ধরে অভ্যাস করেন তাঁরা। কিন্তু ঝুঁকি তো থাকেই।
আরও পড়ুন- সাইকেলের সঙ্গে দুর্ঘটনায় ভেঙেচুরে গেল গাড়ির সামনের অংশ