পর্ন ওয়েবসাইট হ্যাক, ৪১ কোটি লগ ইন তথ্য ফাঁসের আশঙ্কা!
লুকিয়ে-চুরিয়ে যাঁরা নীল ছবি দেখেন? সাবধান হোন এখনই। হ্যাক হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় পর্ন ওয়েবসাইট। আর যার ফলে প্রায় ৪১ কোটি লগ ইন তথ্য ফাঁসের আশঙ্কা করা হচ্ছে।
Updated By: Nov 15, 2016, 04:31 PM IST
![পর্ন ওয়েবসাইট হ্যাক, ৪১ কোটি লগ ইন তথ্য ফাঁসের আশঙ্কা! পর্ন ওয়েবসাইট হ্যাক, ৪১ কোটি লগ ইন তথ্য ফাঁসের আশঙ্কা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/15/70416-080211darklaptop.jpg)
ওয়েব ডেস্ক : লুকিয়ে-চুরিয়ে যাঁরা নীল ছবি দেখেন? সাবধান হোন এখনই। হ্যাক হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় পর্ন ওয়েবসাইট। আর যার ফলে প্রায় ৪১ কোটি লগ ইন তথ্য ফাঁসের আশঙ্কা করা হচ্ছে।
গত মাসেই হ্যাক হয় ফ্রেন্ড ফাইন্ডার নেটওয়ার্কস ইনক নামে ওই ওয়েবসাইটটি। ক্যালিফোর্নিয়া থেকে পরিচালিত হত ওয়েবসাইটটি। ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়ার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে সংস্থাটি। সেইসঙ্গে সুরক্ষা বিশেষজ্ঞকে দিয়ে এই পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। শুরু হয়েছে তদন্তও। প্রায় ৯৯ শতাংশ প্রোফাইলের তথ্য হ্যাক হয়েছে বলে খবর।