আইএসআই-এর সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের ‌যোগ রয়েছে, জানাল মার্কিন ‌যুক্তরাষ্ট্র

Updated By: Oct 4, 2017, 01:56 PM IST
আইএসআই-এর সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের ‌যোগ রয়েছে, জানাল মার্কিন ‌যুক্তরাষ্ট্র

ওয়েব ডেস্ক: ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা বলল মার্কিন ‌যুক্তরাষ্ট্র। শীর্ষ মার্কিন জেনারেল জানিয়েছেন, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনগুলির ‌যোগ রয়েছে। তারাই দেশের বিদেশ নীতি নির্ধারণ করে। মার্কিন ‌যুক্তরাষ্ট্রের এই দাবি উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। 

মার্কিন সেনেটের বিদেশ সংক্রান্ত কমিটিতে  US Joint Chiefs of Staff-এর চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড বলেন, "আমার মনে হয় আইএসআই-এর সঙ্গে সন্ত্রাসবাদীদের ‌যোগ রয়েছে।" সেনেটর জো ডোনেলির প্রশ্নের জবাব দেন ডানফোর্ড। ডোনেলি জানতে চেয়েছিলেন, আইএসআই কি এখনও তালিবানদের সহ‌যোগিতা করছে? ডানফোর্ডের জবাব, "গত কয়েক বছর ধরে সন্ত্রাস নিয়ে পাকিস্তানের নীতি পরিবর্তনের চেষ্টা করে চলেছে মার্কিন ‌যুক্তরাষ্ট্র।" ডানফোর্ডের সুরেই আইএসআই-কে নিশানা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম মাটিস। তাঁর কথায়, "সন্ত্রাস দমনে কড়া অবস্থান নিয়েছে পাক সরকার। কিন্তু আইএসআই নিজেদের মতো করে বিদেশ নীতি চালায়। ইসলামাবাদের নিয়ন্ত্রণে নেই তারা।"

অতি সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় পাকিস্তানকে 'টেররিস্তান' আখ্যা দিয়েছিল ভারত। নয়াদিল্লি জানিয়েছিল, জঙ্গিদের মদত দিচ্ছে পাকিস্তান। কাশ্মীরের অস্থিরতার জন্যেও তারা দায়ী। সেই অভি‌যোগ খণ্ডন করতে গিয়ে ভুয়ো ছবি দেখান পাক প্রতিনিধি। 

আরও পড়ুন, সিপেক বিরোধিতায় ভারতকে সমর্থন আমেরিকার

.