বেজিং পৌছেই ছ'দফা কর্মসূচি ঘোষণা সুষমার

প্রজাতন্ত্র দিবসের কূটনীতির পালা শেষ। নজর এবার গণপ্রজাতান্ত্রিক প্রতিবেশির দিকে। চারদিনের সফরে চিনে গিয়েছেন সুষমা স্বরাজ। বেজিং পৌছেই ছ'দফা কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে প্রথম সারিতে থাকছে বাণিজ্য।

Updated By: Feb 1, 2015, 01:21 PM IST
বেজিং পৌছেই ছ'দফা কর্মসূচি ঘোষণা সুষমার

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের কূটনীতির পালা শেষ। নজর এবার গণপ্রজাতান্ত্রিক প্রতিবেশির দিকে। চারদিনের সফরে চিনে গিয়েছেন সুষমা স্বরাজ। বেজিং পৌছেই ছ'দফা কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে প্রথম সারিতে থাকছে বাণিজ্য।

এক আলোচনাচক্রে সুষমা স্বরাজের আশ্বাস, চিনের কোম্পানিগুলির জন্য নিয়ম আরও শিথিল করবে ভারত। পাশাপাশি, ভারতের কোম্পানিগুলির জন্যও চিনের বাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিদেশমন্ত্রী। সামরিক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে তথ্য ও প্রযুক্তির আদানপ্রদানের সমঝোতায় আগ্রহী ভারত।

 গত পাঁচ দশক ধরে চিনের সঙ্গে ভারতের কোনও সীমান্ত সমস্যা নেই। প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে দুদেশের মতান্তর কাটিয়ে ফেলতেও সেই স্পিরিটকেই কাজে লাগাতে চায় নয়াদিল্লি।

 

.