চা বাগানে ভয়াবহ ধস নেমে শ্রীলঙ্কায় মৃত অন্তত ১০০

বৃষ্টির জেরে বয়াবহ ধস নামল শ্রীলঙ্কার একটি চা বাগানে। আশঙ্কা করা হচ্ছে এই ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্ত্যত ১৫০জন। শ্রীলঙ্কা সেনা জোরদার তল্লাসি চালাচ্ছেন জীবিতদের উদ্ধার করতে।

Updated By: Oct 30, 2014, 12:17 PM IST
চা বাগানে ভয়াবহ ধস নেমে শ্রীলঙ্কায় মৃত অন্তত ১০০

কোসলন্ডা: বৃষ্টির জেরে বয়াবহ ধস নামল শ্রীলঙ্কার একটি চা বাগানে। আশঙ্কা করা হচ্ছে এই ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্ত্যত ১৫০জন। শ্রীলঙ্কা সেনা জোরদার তল্লাসি চালাচ্ছেন জীবিতদের উদ্ধার করতে।

এখনও পর্যন্ত মাটির তলায় চাপা পড়া শতাধিক চা শ্রমিককে এখনও পর্যন্ত উদ্ধার করা গেছে। ধসের তলায় চাপা পড়ে গেছে ১৫০টি বাড়ি।

যদিও ক্রমাগত বৃষ্টির ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে অস্থিতিকর অবস্থার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য।

প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী বুধবার লাগাতার বৃষ্টির পাশের পাহাড় থেকে হঠাৎ করে বীভৎস শব্দ করে মাটির বড় বড় ঢেলা গড়িয়ে নীচের দিকে নামতে থাকে।

সেনা জানিয়েছেন মাটির তলায় চাপা পড়াদের মধ্যে থেকে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।  

এখনও পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

 

 

 

.