Philippines Earthquake: ফিলিপিন্সে ভয়াবহ মৃত কমপক্ষে ৫, আহত বহু
রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.১! ধসে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বাড়ির।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ ভূমিকম্প! ফিলিপিন্সে প্রাণ হারালেন কমপক্ষে ৫ জন। আহত বহু। ধসে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বাড়ির।
রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.১! এদিন কেঁপে উঠে রাজধানী ম্য়ানিলা-সহ দ্বীপপুঞ্জের একাধিক এলাকা। মার্কিন জিওলজিক্য়াল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অ্যাব্রা প্রদেশের ডোলরস শহর থেকে ১১ কিমি দক্ষিণ পূর্বে, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে। ৩০ সেকেন্ড বা তার কিছু বেশি সময় ধরা চলা কম্পনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
SAFER GROUNDS
Officers and staff at the Manila Police Department headquarters on UN Avenue, Manila walk outside to safer grounds as a 7.3 magnitude earthquake hit Bangued, Abra on 27 July. Video by Bob Dungo Jr.#EarthquakePH #DailyTribune pic.twitter.com/mssuTbCg59
— Daily Tribune (@tribunephl) July 27, 2022
রাজধানী ম্যানিলায় ভূমিকম্পের পর বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা। এমনকী, খালি করে দেওয়া হয় সেনেট ভবনও। হাসপাতাল থেকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয় রোগীদের।