আকাশে উড়ছে বিমান; ককপিটে দিব্বি ঘুমোচ্ছেন পাইলট, দেখুন ভিডিও
আকাশে দুরন্ত গতিতে ছুটে চলেছে বোয়িং ৭৪৭ বিমান আর ককপিটে বসে ঘুমোচ্ছেন পাইলট। ভাবলেই আতঙ্কে শিউরে উঠবেন। এরকমই এক ঘটনার ভিডিও এখন ভাইরাল।
![আকাশে উড়ছে বিমান; ককপিটে দিব্বি ঘুমোচ্ছেন পাইলট, দেখুন ভিডিও আকাশে উড়ছে বিমান; ককপিটে দিব্বি ঘুমোচ্ছেন পাইলট, দেখুন ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/02/22/177246-6.jpg)
নিজস্ব প্রতিবেদন: আকাশে দুরন্ত গতিতে ছুটে চলেছে বোয়িং ৭৪৭ বিমান আর ককপিটে বসে ঘুমোচ্ছেন পাইলট। ভাবলেই আতঙ্কে শিউরে উঠবেন। এরকমই এক ঘটনার ভিডিও এখন ভাইরাল।
আরও পড়ুন-করফাঁকি আটকাতে কড়া উদ্যোগ রাজ্য সরকারের
তাইওয়ানের রাষ্ট্রীয় বিমান সংস্থা চায়না এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৪৭ বিমান বিমান ওড়াচ্ছিলেন ওই পাইলট। বিমান যখন মাঝ আকাশে তখন তিনি রীতিমত ঘুমিয়ে পড়েছেন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত বিমানচালকের ২০ বছর বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। চিন সংবাদমাধ্যমের খবর, অভিযুক্ত ওই বিমান চালককে শস্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
গোটা ঘটনাটি ভিডিও রেকর্ড করেছেন বিমানের কো-পাইলট। অর্থাত্ তিনি ওই ঘুমন্ত পাইলটকে না জাগিয়ে ভিডিও করে গিয়েছেন। তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।