নেপচুনে নতুন চাঁদের খোঁজ পেল নাসা
নেপচুনে চাঁদের খোঁজ পেল নাসা। হাবাল স্পেস টেলিস্কোপে নেপচুনের এই চাঁদের ছবি দেখা যায়। নেপচুন থেকে প্রায় ৬৫,৪৫০ মাইল (১,০৫,২৫১ কিমি) দূরত্বে চাঁদের অবস্থান বলে জানানো হয়েছে। নেপচুনকে প্রদক্ষিণ করা এটি ১৪তম চাঁদ।
Updated By: Jul 16, 2013, 11:05 AM IST
নেপচুনে চাঁদের খোঁজ পেল নাসা। হাবল টেলিস্কোপের আর্কাইভাল ছবি থেকে আবিষ্কার করা হয়েছে চাঁদটিকে। নেপচুন থেকে প্রায় ৬৫,৪৫০ মাইল (১,০৫,২৫১ কিমি) দূরত্বে চাঁদের অবস্থান বলে জানানো হয়েছে। নেপচুনকে প্রদক্ষিণ করা এটি ১৪তম চাঁদ।
তবে এই বিষয়ে নাসা এখনও সরকারিভাবে কিছু জানায়নি। খুব শীঘ্রই নেপচুনের নতুন চাঁদের কথা ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
নতুন আবিষ্কৃত এই চাঁদটিকে ভয়েজার ২-ও নেপচুনের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় দেখতে পায়নি।