মরকেলের জয় নিশ্চিত হলেও জার্মানিতে ৩ গুন বাড়ছে অতি-দক্ষিণপন্থীরা

Updated By: Sep 25, 2017, 10:14 AM IST
মরকেলের জয় নিশ্চিত হলেও জার্মানিতে ৩ গুন বাড়ছে অতি-দক্ষিণপন্থীরা

ওয়েব ডেস্ক: সোমবার প্রকাশিত হবে জার্মানির সাধারণ নির্বাচনের ফল। তার আগে এক্সিট পোল বলছে চতুর্থবারের জন্য ফিরছেন মরকেলই। তবে তার থেকেও বড় কথা হল, এক্সিট পোল অনুসারে তিন গুন শক্তিশালী হয়ে উঠতে চলেছে সেদেশের অতি-দক্ষিণপন্থী দল।

বুথ ফেরত সমীক্ষা বলছে, অ্যাঞ্জেলা মরকেলের ক্রিশ্চান ডেমোক্রেটিক ইউনিয়ন ৩৩ শতাংশ ভোট পেতে চলেছে। ১৩ শতাংশ ভোট পেতে চলেছে অতি-দক্ষিণপন্থী 'বিকল্প জার্মানি' পার্টি। ২২ শতাংশের কাছাকাছি ভোট পেতে পারে বামপন্থী ও সমাজবাদীরা। 

ভোট শতাংশের নিরিখে ২০১৩-র নির্বাচনের থেকে তিন গুন বাড়তে চলেছে অতি দক্ষিণপন্থীদের শক্তি। তার আভাস পেয়েই অ্যাঞ্জেলা মরকেলের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছে 'বিকল্প জার্মানি' পার্টির নেতৃত্ব। 

মধ্যপ্রাচ্যের শরণার্থীদের আশ্রয় দেওয়ার নীতির জন্য গত কয়েকবছরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে অ্যাঞ্জেলা মরকেলকে। বিশেষ করে পশ্চিম ইউরোপে একের পর এক জঙ্গিহামলায় বেশ চাপে তিনি। এর ফলে ক্রমশ মেরুকরণ হয়েছে ভোটারদের একাংশের বিরুদ্ধে। ‌যার ফয়দা তুলেছে শরণার্থী বিরোধী ও ইসলাম বিরোধী অতি - দক্ষিণপন্থীরা। 

ওদিকে সেদেশের সমাজবাদীদের দাবি, শরণার্থীদের আশ্রয় দিতে দেশ ‌যে সক্ষম তা সাধারণ মানুষকে বোঝাতে পারেনি দল। ‌যার ফলে এবারও ক্ষমতা থেকে দূরেই রয়ে গিয়েছে তারা। 

.