নির্বিঘ্নে মসুলে পৌছেছেন ভারতীয় নার্সরা, দেশে ফেরানোর চেষ্টায় এমইএ

তিকরিতে আটক ভারতীয় নার্সদের নির্বিঘ্নে মোসুল প্রদেশে সরিয়ে নিয়ে গেল আইসিস। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে মোসুল পৌছন তারা। একটি সংসবাদ সংস্থার সূত্রে জানানো হয়েছে, তারা সুরক্ষিত রয়েছেন। দুটো ঘরে রাখা হয়েছে তাদের। একটিই মাত্র দরজা রয়েছে দুটো ঘরের।

Updated By: Jul 4, 2014, 11:39 AM IST

তিকরিতে আটক ভারতীয় নার্সদের নির্বিঘ্নে মোসুল প্রদেশে সরিয়ে নিয়ে গেল আইসিস। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে মোসুল পৌছন তারা। একটি সংসবাদ সংস্থার সূত্রে জানানো হয়েছে, তারা সুরক্ষিত রয়েছেন। দুটো ঘরে রাখা হয়েছে তাদের। একটিই মাত্র দরজা রয়েছে দুটো ঘরের।

এসকর্টরাই তাদের খাবার ও জলের ব্য়বস্থা করেছে বলে ইরাকের বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। তবে সুন্নি সেনারা প্রথমে তাদের প্রতি নরম হলেও এখন কড়া ব্যবহার করছে বলেও জানা গিয়েছে সূত্রে। এরমধ্যেই ১০০ জন ভারতীয়কে ইরাক ছাড়ার জন্য বিমানের টিকিট দিয়েছে এমইএ। আরও ১৫০০ জন ভারতীয় ইরাক ছাড়তে চেয়ে যোগাযোগ করেছে এমইএ-র সঙ্গে। শুধু তিকরিতে নয়, আরবিলেও ভারতীয়রা দেশে ফেরার জন্য এমইএ-র কাছে নাম নথিভূক্ত করেছেন। কায়েদায় সরকারি সেনা ও সুন্নি সেনাদের মধ্য যুদ্ধ শুরু আগে প্রায় দশ হাজার ভারতীয় আটকে ছিলেন। কায়েদা ও আরবিল দখলের পর এখন বাগদাদের দিকে এগোচ্ছে সুন্নি সেনা। গত ১০ জুনের যুদ্ধের পর থেকে নিখোঁজ ১০০ ভারতীয়।

.