Gold Price Hike: বিশ্ববাজারে রেকর্ড ছুঁল সোনার দাম, এবার দেশেও আরও দামি হতে চলেছে হলুদ ধাতু
Gold Price Hike: বিশ্ববাজারে সোনার দাম বাড়ার ফলে দেশের বাজারে সোনার দাম বাড়া এখন শুধু সময়ের অপেক্ষা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ববাজারে ইতিহাস সৃষ্টি করল সোনা। এই প্রথম এক আউন্স সোনার দাম পৌঁছল ২৮০০ ডলারে। এর ফলে বাংলাদেশের বাজারেও সোনার দাম বাড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। বাংলাদেশে সোনার দাম বাড়লেও সেই হারে বাড়েনি। ফলে দাম বাড়া এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-নাবালিকার সঙ্গে স্বামীর কুকীর্তি দেখে ফেলায় স্ত্রীকে নির্মম হত্যা, যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত
এক আউন্স সমান ২৮.৩৪৯৫ গ্রাম। এই পরিমাণ সোনার দাম ২ হাজার ৮০০ ডলার অর্থাত্ ভারতীয় মুদ্রায় ২ লাখ ৪২ হাজার ৭৫২ টাকা। অর্থাত্ ১ গ্রাম সোনার দাম ৮৫৬৫ টাকা। বাংলাদেশের মুদ্রায় তা আরও বেশি। বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। বাজুসের এক সদস্য জানান, বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম যে কোনো সময় ২ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে যাবে অনেক আগেই ধারণা করা হয়েছিল। কিন্তু কয়েক দফা দুই হাজার ৮০০ ডলারের কাছাকাছি গিয়ে ফিরে আসে। গত সপ্তাহে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৮০০ ডলার স্পর্শ করেছে। বিশ্ববাজারে যে হারে সোনার দাম বেড়েছে, তাতে দেশের বাজারে যে কোনো সময় আবার দাম বাড়তে পারে। আর দেশের বাজারে এখন সোনার দাম বাড়ানো হলে, বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারে নতুন ইতিহাস সৃষ্টি হবে।
গত সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৭৭০ ডলার। সপ্তাহের প্রথমদিন একসময় প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭৩১ ডলারে নেমে যায়। তবে এরপর আবার দাম বাড়ার প্রবণতা শুরু হয়। ২৯ জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৭৬০ ডলারে উঠলে দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস। ২৯ জানুয়ারি বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে পরের দিন ৩০ জানুয়ারি থেকে সোনার নতুন দাম কার্যকর করার সিদ্ধান্ত নেয়। বাজুসের এ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪২ হাজার ৭৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩০৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।
বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা আসার পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪০ ডলারের মতো বেড়ে গেছে। সপ্তাহ শেষে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৭ ডলার। অবশ্য সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৮১৫ ডলার পর্যন্ত উঠে যায়। এর আগে কখনো এক আউন্স সোনার দাম ২ হাজার ৮০০ ডলার হয়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)