Bangladesh: বদলের বাংলাদেশ ক্রমে তালিবানদের হাতে, মেয়েদের ম্যাচে মৌলবাদী হামলা!

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কেউ যদি নারীদের অধিকার লংঘন করার চেষ্টা করে, তবে তাঁর বা তাঁদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Updated By: Jan 30, 2025, 05:41 PM IST
Bangladesh: বদলের বাংলাদেশ ক্রমে তালিবানদের হাতে, মেয়েদের ম্যাচে মৌলবাদী হামলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলাদেশ যেন ক্রমেই তালিবানদের হাতে চলে যাচ্ছে! মেয়েদের ফুটবল ম্যাচে মৌলবাদী হামলার ঘটনা ঘটল! বাধা দেওয়া হল মেয়েদের ফুটবল ম্যাচে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

মেয়েদের দুটি ফুটবল ম্যাচ চলার সময় বাধা দান করার ঘটনা সামনে এসেছে। যার নিন্দা করে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে বলেছে, মেয়েরাও বাংলাদেশের নাগরিক। তাঁরা পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করবে বাংলাদেশে। আরও বলেছে যে, অন্তর্বর্তী সরকার বাংলাদেশি নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে এও বলা হয়েছে যে, কেউ যদি নারীদের অধিকার লংঘন করার চেষ্টা করে, তবে তাঁর বা তাঁদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বুধবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে মেয়েদের প্রীতি ফুচবল ম্যাচ চলার সময় ঘেরাও করে টিনের বেড়া ভাঙচুর করা হয়। তারপর প্রীতি ফুটবল ম্যাচটি বাতিল হয়ে যায়। ওদিকে মঙ্গলবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাউনা গ্রামে নারীদের প্রীতি ফুটবল ম্যাচও ভন্ডুল করে দেওয়া হয়।

আরও পড়ুন, Cannibalism: 'ওরা হাত-পা কেটে কেটে খেত!' খনিতে আটকে পড়ে খিদে মেটাত মানুষের মাংস খেয়ে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

.