Japan: দুই বিমানের সংঘর্ষে মৃত ৫! আতঙ্কের আবহ এয়ারপোর্টে...
Japan: জাপানের বিমানবন্দরে বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর মিলল। নতুন বছরে একের পর এক বিপর্যয়ের কবলে পড়ছে সূর্যোদয়ের দেশ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় ৪০০ যাত্রীর মধ্যে মারা গিয়েছেন ৫ জন! জাপানের বিমানবন্দরে বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর মিলল। নতুন বছরে একের পর এক বিপর্যয়ের কবলে পড়ছে সূর্যোদয়ের দেশ জাপান। ভূমিকম্প, সুনামির পরে আগুন। আগুন বিমানে। টোকিয়ো-হানেডা এয়ারপোর্টের রানওয়েতে ঘটেছে এই দুর্ঘটনা। আতঙ্কিত হয়ে পড়েছিলেন প্রায় ৪০০ জন যাত্রী।
আরও পড়ুন; Muhammad Yunus: নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদের কারাদণ্ড! প্রধানমন্ত্রীর সঙ্গে সংঘাতের জের?
টোকিয়ো-হানেডা এয়ারপোর্টের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ বাধে একটি কোস্ট গার্ড প্লেনের। এই সংঘর্ষে যাত্রীবাহী বিমানটিতে আগুন লেগে গিয়েছিল। মোট ৩৬৭ জন যাত্রী ছিলেন বিমানে। জানা গিয়েছে, তাঁদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ওদিকে কোস্ট গার্ড বিমানটিতে ছিলেন ছয়জন কর্মী। তাঁদের একজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছিল। তবে পরে খবর আসে যে, বাকি পাঁচজনই এই দুর্ঘটনার কবলে পড়ে মারা গিয়েছেন।
জাপানের টোকিয়ো ইন্টারন্যাশন্যাল এয়ারপোর্টের রানওয়েতে বিমানে আগুন লেগে গিয়েছিল। আগুন-জ্বলা অবস্থাতেই বিমানটি তীব্র গতিতে সামনের দিকে ছুটে যাচ্ছিল। জাপান এয়ারলাইন্স (JAL)-এর এয়ারবাস এ৩৫০ (Airbus A350)-এর একটি কোস্ট গার্ড প্লেনের সঙ্গে ধাক্কা লাগে বলে অনুমান করা হয়েছিল। সম্ভাব্য ধাক্কার পরেই বিমানের জানলা দিয়ে আগুন বেরিয়ে আসতে দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গে ফায়ার ট্রাকগুলি কাজে নেমে পড়েছিল। তারা আগুনে জ্বলতে থাকা বিমানের উপর ফোম ছুঁড়তে থাকে।
আরও পড়ুন; নতুন বছরের প্রথম দিনেই বিপর্যয়! তীব্র ভূমিকম্পে জারি সুনামি-সতর্কতা...
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী একটি ইমার্জেন্সি রুম তৈরি করে ফেলেছিলেন। সেখান থেকে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সমস্ত এজেন্সির সঙ্গে সংযোগরক্ষা করে উদ্ধারকাজ যাতে সহজ ও দ্রুত হয়, সেই চেষ্টা শুরু করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)