ভূমিকম্প থেকে রেহাই, রক্ষা নেই জীবিকার সমস্যায়, রুটিরুজি হারিয়ে, রাগে ফুঁসছে ইম্ফল
ভূমিকম্প থেকে কোনওক্রমে রক্ষা পেয়েছেন। এখন সমস্যা জীবীকা। কারণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইম্ফলে বন্ধ করে দেওয়া হয়েছে এশিয়ার সবচেয়ে বড় মহিলা পরিচালিত বাজার। বিক্রিবাটা বন্ধ হয়ে যাওয়ায় রুটিরুজির চিন্তায় দোকানদাররা। মনিপুরী সমাজে মহিলারাই সবচেয়ে বেশি রোজগেরে। ইম্ফল শহরের বেশিরভাগ দোকান মহিলারাই চালান। ইমা মার্কেট তো পুরোপুরি মহিলাদেরই দখলে। এমনকি ফুটপাথেও তাঁদের রাজত্ব। রাজ্য সরকার বছর পাঁচেক আগে এই বাজার তৈরি করেছিল। সোমবার ভোরের কম্পনে স্থানীয় দোকানদাররা কোনমতে প্রাণে বাঁচলেও, দেখা দিয়েছে আর্থিক সঙ্কট। রুটিরুজি হারিয়ে, রাগে ফুঁসছেন তারা।
ওয়েব ডেস্ক: ভূমিকম্প থেকে কোনওক্রমে রক্ষা পেয়েছেন। এখন সমস্যা জীবীকা। কারণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইম্ফলে বন্ধ করে দেওয়া হয়েছে এশিয়ার সবচেয়ে বড় মহিলা পরিচালিত বাজার। বিক্রিবাটা বন্ধ হয়ে যাওয়ায় রুটিরুজির চিন্তায় দোকানদাররা। মনিপুরী সমাজে মহিলারাই সবচেয়ে বেশি রোজগেরে। ইম্ফল শহরের বেশিরভাগ দোকান মহিলারাই চালান। ইমা মার্কেট তো পুরোপুরি মহিলাদেরই দখলে। এমনকি ফুটপাথেও তাঁদের রাজত্ব। রাজ্য সরকার বছর পাঁচেক আগে এই বাজার তৈরি করেছিল। সোমবার ভোরের কম্পনে স্থানীয় দোকানদাররা কোনমতে প্রাণে বাঁচলেও, দেখা দিয়েছে আর্থিক সঙ্কট। রুটিরুজি হারিয়ে, রাগে ফুঁসছেন তারা।
তাঁদের ক্ষোভ মুখ্যমন্ত্রী ইবোবি সংয়ের ওপর। যে ঠিকাদার সংস্থা এই বাজারের দোকানঘর তৈরি করেছিল, তার বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন দোকানদাররা। বাজার বন্ধ। ফলে রোজগার নেই। সংসার চালানোই দুঃসহ হয়ে উঠেছে। ঘরে খাবার নেই। বেচাকেনাও বন্ধ। কী করবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা। তাঁরা চাইছেন ক্ষতিপূরণ। তবে আগে চান পাকাপোক্তভাবে ইমা বাজার গড়ে দিক সরকার।