স্বপ্নের হানিমুন প্ল্যানিংয়ে বাজিমাত তাঁবুর

আপনি হানিমুনে কোথায় কাটাতে ভালবাসবেন? ভারত সহ বিশ্বের ৩০ টি দেশের প্রায় এক লক্ষ তরুণ তরুণীকে এই প্রশ্ন করা হয়েছিল। পাহাড়, সমুদ্র- নদী, জঙ্গলের মধ্যে কোনও সুন্দর দামী হোটেল নয় হানিমুন করার ব্যাপারে একটু অন্যরকম ভাবনা এখনকার ছেলেমেয়েদের। ১৮ থেকে ৩০ এর তরুণ-তরণীরা বলছেন একটা সুন্দর তাঁবুতে রাত্রিবাস করাটাই তাদের কাছে স্বপ্নের হানিমুন।

Updated By: Aug 29, 2013, 12:39 PM IST

আপনি হানিমুনে কোথায় কাটাতে ভালবাসবেন? ভারত সহ বিশ্বের ৩০ টি দেশের প্রায় এক লক্ষ তরুণ তরুণীকে এই প্রশ্ন করা হয়েছিল। পাহাড়, সমুদ্র- নদী, জঙ্গলের মধ্যে কোনও সুন্দর দামী হোটেল নয় হানিমুন করার ব্যাপারে একটু অন্যরকম ভাবনা এখনকার ছেলেমেয়েদের। ১৮ থেকে ৩০ এর তরুণ-তরণীরা বলছেন একটা সুন্দর তাঁবুতে রাত্রিবাস করাটাই তাদের কাছে স্বপ্নের হানিমুন।
আসলে কয়েক বছর ধরে হানিমুনে তাঁবুতে রাত্রিবাস করার একটা প্রবণতা তৈরি হয়েছে। এ কথাটা পর্যটন সংস্থাগুলোয় ভাল করে বুঝে গিয়েছে। তাই এখন হানিমুনে শুধু সুন্দর রোমান্টিক স্পট নয় বিভিন্ন ধরনের তাঁবুর কথাও বলা হচ্ছে। এই সুন্দর ধরেনর তাঁবুর তাঁর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হ্যাঙ্গিং তাঁবু (ছবিতে)। তারপরই ভাসমান তাঁবু (জলের মধ্যে ভেসে থাকে)।
এক মার্কিন ম্যাগাজিনের করা এই রিসার্চের দ্বিতীয় প্রশ্ন ছিল, বিয়ের ভাবনা ছেড়ে যেখানে লিভ ইন রিলেশনে থাকার প্রবণতা বাড়ছে তাতে আলাদা করে হানিমনুনের প্রয়োজন আছে কি? উত্তরটার পক্ষে কত শতাংশ ভোট পরেছে জানেন! ৯৮ শতাংশ। বাকিটা বুঝে নিন...

.