Donald Trump: হতদরিদ্র পাকিস্তানে ক্ষীর বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প, AI নয় বাস্তব...
Donald Trump: গান গেয়ে ক্ষীর বিক্রি করছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই ওই ভিডিয়ো নিয়ে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ব পাকিস্তানের পঞ্জাব প্রদেশে একটি ভিড়ঠাসা বাজারে গান গেয়ে পুডিং বিক্রি করছেন এক ব্যক্তি। দেখে বোঝার উপায় নেই তিনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড নাকি অন্য কেউ। তাঁকে দেখতে ট্রাম্পের মতো হওয়ার কারণেই তার বিক্রি বেশ বেশি। এমনটাই মনে করেন স্থানীয় মানুষজন।
আরও পড়ুন-এরোস্পেস ইঞ্জিনিয়ার, হাসতে হাসতেই ধরাধাম থেকে বিদায় নিতে চান, ভাইরাল মহাকুম্ভের 'IIT বাবা'
ওই পুডিং বিক্রেতার নাম সেলিম বাগ্গা। মহম্মদ ইয়াসিন নামে এক ব্যাক্তি সংবাদমাধ্যমে বলেন, আমাদের মনে হয়, যেন ট্রাম্প এখানে এসে পুডিং বিক্রি করছেন। যখন তিনি গান গেয়ে ক্ষীর বিক্রি করেন, তখন আমরা তার কাছে যাই।
বছর তেপান্নর বাগ্গা তার রঙিন কাঠের গাড়ি ঠেলে দুধ দিয়ে তৈরি ওই পুডিং বিক্রি করেন। শীত থেকে বাঁচতে বাদামি ধূসর রঙের সালোয়ার-কামিজের ওপর কালো জ্যাকেট পরিহিত, বাদামি চুলের বাগ্গা যখন রাস্তায় হাঁটেন তখন তাঁকে ডোনাল্ডের মতোই মনে হয়।
তাঁকে দেখতে যে ট্রাম্পের মতো তা নিজেও বেশ উপভোগ করেন সেলিম বাগ্গা। এনিয়ে তিনি বলেন, আমাকে দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো। এই কারণেই মানুষ আমার সঙ্গে সেলফি তোলে। ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে বাগ্গা বলেন, ডোনাল্ড ট্রাম্প সাহেব, আপনি নির্বাচন জিতেছেন। এখন এখানে এসে আমার ক্ষীর খান, সত্যিই ভালো লাগবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)