WB Weather Update: আসছে পশ্চিমী ঝঞ্ঝা, উধাও হবে শীত! সপ্তাহের শেষে আচমকা হাওয়া বদল বঙ্গে?
WB Weather Update: রাতের তাপমাত্রা প্রায় ১৭ ছুঁই ছুঁই। দিনের তাপমাত্রা আপাতত ২৫ বা ২৬ এর ঘরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৩ থেকে ৮৮ শতাংশ। তবে রাতে এবং ভোরের দিকে হালকা আরামদায়ক শীতের আমেজ থাকবে।
অয়ন ঘোষাল: পূর্বাভাস অনুযায়ী উষ্ণ মকর সংক্রান্তি। কলকাতার রাতের তাপমাত্রা ১৪ থেকে বেড়ে প্রায় ১৭ ছুঁই ছুঁই। দিনের পারদ আপাতত স্থিতিশীল। সপ্তাহের শেষে নতুন শীতের স্পেল। শনিবার ১৮ জানুয়ারি থেকে ফিরছে শীত। ১৮, ১৯, ২০ জানুয়ারি ফের জমাট শীতের আমেজ রাজ্যে। আজ নতুন করে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। ঝঞ্ঝার প্রভাব ১৭ তারিখ পর্যন্ত। প্রভাব কাটলেই ফের স্বমহিমায় উত্তুরে হাওয়া।
আরও পড়ুন: আতঙ্ক পুরুলিয়াতে! রেডিও কলারহীন বাঘের হদিশ পেতে হিমশিম...
সংক্রান্তির আবহাওয়া
মকর সংক্রান্তির পূণ্য স্নানের নির্ঘণ্ট আজ সকাল ৬ টা ৫৭ থেকে আগামীকাল সকাল ৬ টা ৫৬ মিনিট। এই সময়কালে গঙ্গাসাগরে বৃষ্টি বা কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। ভোরের দিকে খুব হালকা কুয়াশার সম্ভবনা। পরে পরিষ্কার আকাশ। গঙ্গাসাগরের দৃশ্যমানতা ৫০০ মিটারের কাছাকাছি থাকবে। আগামী ৭২ ঘণ্টা রাজ্যে কোথাও জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। তবে রাতে এবং ভোরের দিকে হালকা আরামদায়ক শীতের আমেজ থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
শীতের কামব্যাক
সপ্তাহের শেষে শনিবার ১৮ এবং রবিবার ১৯শে জানুয়ারি তাপমাত্রা আবার নতুন ভাবে কমতে পারে। জাঁকিয়ে শীতের আরো একটা স্পেল আসতে পারে। তবে মাঘের সেই শীতের ইনিংস কতটা জোরদার এবং তার স্থায়িত্ব ঠিক কতদিনের তা এখনও জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টি
দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রাজ্যের আর কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।
কুয়াশা
কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নিচে নেমে আসতে পারে এই চার জেলার দু-এক জায়গায়। এই চার জেলা ছাড়া বাকি জেলাতে ও হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস।
দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা। পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
কলকাতা
পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা প্রায় ১৭ ছুঁই ছুঁই। দিনের তাপমাত্রা আপাতত ২৫ বা ২৬ এর ঘরে। আগামী ৭২ ঘণ্টা জাঁকিয়ে শীত নেই। পারদের আপাতত খুব বেশি উত্থান পতন নেই। শনিবার শীতের কামব্যাক ঘটার অত্যন্ত বেশি সম্ভবনা।
পরিসংখ্যান
রাতের তাপমাত্রা ১৪.২ থেকে একলাফে বেড়ে ১৬.৬ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৩ থেকে ৮৮ শতাংশ। মোটের ওপর শুষ্ক আবহাওয়া। বেলা ১২ টা থেকে ২ টো পর্যন্ত কিছুটা আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)