আমেরিকায় ফের করোনার ঝাপটা, বাড়ছে সংক্রমণ

রাজনৈতিক পটবদলের মধ্যেই করোনা-ঢেউয়ে সঙ্কটে আমেরিকার অর্থনীতিও

Updated By: Nov 16, 2020, 12:10 PM IST
আমেরিকায় ফের করোনার ঝাপটা, বাড়ছে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন: বারবার তিনবার। 

এই নিয়ে তৃতীয়বার করোনার লেজের ঝাপটায় বিপর্যস্ত হয়ে পড়ল আমেরিকা। প্রতিদিনই সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। চিন্তিত প্রশাসন। 

গতকাল, রবিবার মোট সংক্রমণ ১ কোটি পেরোল আমেরিকা। সব চেয়ে চিন্তার-- গত ১১ দিন ধরে সেখানে দৈনিক নতুন সংক্রমণ থাকছে ১ লক্ষের উপরে! বাড়ছে মৃত্যুহারও। সংবাদ সংস্থার সূত্রে জানা যাচ্ছে, সর্বাধিক কোভিড পজিটিভ রোগী টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ায়।

করোনাভাইরাসের এই তৃতীয় তরঙ্গ আমেরিকার অর্থনীতিতেও কালো ছায়া ফেলেছে। সে দেশের ওয়াকিবহাল মহল মনে করছে, এই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে আমেরিকার বেশ কিছু জায়গায় আবার কঠোর নিয়মকানুন জারি হতে পারে। প্রকারান্তরে যা আঘাত হানতে পারে আমেরিকার অর্থনীতিতে। এদিকে 'গ্রেট ডিপ্রেশনে'র পরে আমেরিকার অর্থনীতির উপর যথেষ্ট চাপ পড়েছে। সেই চাপ সামলেই একটু একটু করে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছিল আমেরিকা। কিন্তু, করোনার ছোঁয়ায় সেই চেষ্টা বিফলে যাচ্ছে। অর্থনীতিবিদদের একাংশের ধারণা, এই ক্ষতি কাটিয়ে উঠতে সে দেশের দীর্ঘ সময় লেগে যাবে। 

এমনিতেই ট্রাম্প ও বাইডেনের নির্বাচন নিয়ে আমেরিকার রাজনৈতিক আবহ তপ্ত হয়ে আছে। এর মাঝেই আবার করোনার ঝড়। তার জেরে সঙ্কটে সে দেশের অর্থনীতি। ফলে সব মিলিয়ে এখন নাজেহাল আমেরিকার বিদায়ী প্রশাসন।

আরও পড়ুন:  জিতেছেন বাইডেন, এই প্রথম প্রকাশ্যে কবুল করলেন ট্রাম্প

.