Gaza Truce Deal: যুদ্ধবিরতির পরে ইজরায়েলে বন্দিমুক্তি আজই! আছে নাবালক-নাবালিকাও...

Gaza Truce Deal: ইজরায়েল মুক্তি দেবে ৭৩৭ জন জেলবন্দিকে, এটিই হবে গাজা যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তি চুক্তির প্রথম কার্যকর ধাপ। সেদেশের বিচার মন্ত্রক এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। এখনও অবধি সূত্রের খবর প্রথম দফায় যেই ৭৩৭ জনকে মুক্তি দেওয়া হবে...

Updated By: Jan 18, 2025, 04:39 PM IST
Gaza Truce Deal: যুদ্ধবিরতির পরে ইজরায়েলে বন্দিমুক্তি আজই! আছে নাবালক-নাবালিকাও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েল মুক্তি দেবে ৭৩৭ জন জেলবন্দিকে, এটিই হবে গাজা যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তি চুক্তির প্রথম কার্যকর ধাপ। সেদেশের বিচার মন্ত্রক এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। এখনও অবধি সূত্রের খবর প্রথম দফায় যেই ৭৩৭ জনকে মুক্তি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁদের মধ্যে নারী-পুরুষ যেমন রয়েছেন, ঠিক তেমনই আছেন নাবালক-নাবালিকারাও। স্থানীয় সময় অনুযায়ী, বিকেল ৪টের আগে তাঁরা কেউই মুক্তি পাবেননা বলে জানা যাচ্ছে। অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় প্রথম দফায় ৭৩৭ জন বন্দিকে ছাড়তে প্রস্তুত হয়েছে ইজরায়েল, তাঁদের মুক্তি মিলতে পারে আজই। 

আরও পড়ুন: Sheikh Hasina: 'মাত্র ২০-২৫ মিনিটের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পাই'

ইজরায়েল সরকারের ওয়েবসাইট থেকে যেমন জানা যাচ্ছে সরকারের তরফ থেকে ৭৩৭ জন জেলবন্দি ও আটক থাকা ব্যক্তিদেরকে মুক্তি দেওয়ার বিষয়ে অনুমোদন পাওয়া গিয়েছে তেমনই ওই বিবৃতিতেই জানানো হয়েছে সেইসকল বন্দীদের বর্তমানে ইজরায়েলের কারাগারে বন্দি অবস্থায় রয়েছেন। শনিবার ভোরের দিকেই ইজরায়েল মন্ত্রিসভার যে ভোটাভুটি হয়, সেখানেই যুদ্ধবিরতির পক্ষে রায় দেওয়া হয় বলে জানা যাচ্ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিনের দফতর থেকে জানা যাচ্ছে, গত কয়েক দিনের ধরেই দোলাচল চলছিল এই বিষয়টিকে নিয়ে। যুদ্ধবিরতি সম্ভব নাকি অসম্ভব সেই নিয়ে অনেক মত পার্থক্যের পর অবশেষে কেটেছে সেই দ্বন্দ্ব। প্রথম দফায় মুক্তি দেওয়া হবে ৭৩৭ জনকে। 

আরও পড়ুন: Man Tosses Coin To kills: তরুণীর জীবন নির্ভর কয়েন টসে! হেড পড়েছে তাই মেরে দেহ ধর্ষণ করল যুবক...

সূত্রের খবর, এর আগে যেই বন্দিমুক্তির তালিকা দেওয়া হয়েছিল তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা, ইজরায়েল তরফে জানানো হয়েছিল সেই ৯৫ জন মহিলাকে মুক্তি দেওয়া হবে। মুক্তির তালিকার থাকা বন্দীদের ভেতরে ছিলেন প্যালেস্তেনীয় প্রেসিডেন্ট মহম্মদ আব্বাসের ফতেহ পার্টির সশস্ত্র বাহিনীর প্রধান, জুবেইদি। ২০২১ সালে পাঁচজন প্যালেস্তেনীয় বন্দিকে সঙ্গে নিয়ে ইজরায়েলের গিলবোয়া জেল থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। ইজরায়েল দিনরাত এক করে তল্লাশি তাঁকে আটক করে। প্যালেস্তাইনের মানুষদের কাছে তিনি সত্যিকারের একজন 'যোদ্ধা'। এছাড়াও ইজারেয়েলের তরফ থেকে বামপন্থী প্যালেস্তেনীয় আইনজীবী খলিদা জারারকে মুক্তি দেওয়া হবে বলে জানানো হচ্ছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.