Pope | Ukraine: স্বার্থের জন্য খেলার মাঠ ইউক্রেণ, শহিদ হচ্ছে জনগন; বিস্ফোরক পোপ
ফ্রান্সিস ফরাসি বন্দর শহর মার্সেইয়ে ভ্রমণ থেকে ফিরে বিমানে এই মন্তব্য করেছিলেন তিনি। শান্তি প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা সফল হয়নি বলে তিনি হতাশ কী না এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি ইতালীয় কার্ডিনাল মাত্তেও জুপ্পিকে দূত হিসেবে কিয়েভ, মস্কো, ওয়াশিংটন এবং বেইজিংয়ে নেতাদের সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পোপ ফ্রান্সিস শনিবার বলেছেন যে কিছু দেশ প্রথমে অস্ত্র সরবরাহ করে এবং তারপরে তাদের প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার কথা বিবেচনা করে ইউক্রেনের সঙ্গে ‘গেম খেলছে’।
ফ্রান্সিস ফরাসি বন্দর শহর মার্সেইয়ে ভ্রমণ থেকে ফিরে বিমানে এই মন্তব্য করেছিলেন তিনি। শান্তি প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা সফল হয়নি বলে তিনি হতাশ কী না এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি ইতালীয় কার্ডিনাল মাত্তেও জুপ্পিকে দূত হিসেবে কিয়েভ, মস্কো, ওয়াশিংটন এবং বেইজিংয়ে নেতাদের সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন।
তিনি বলেছিলেন যে তিনি ‘হতাশা’ অনুভব করেছিলেন এবং তারপরে অস্ত্র শিল্প এবং যুদ্ধ সম্পর্কে কথা বলতে শুরু করেছিলেন।
আরও পড়ুন: Pakistan: শরীর জুড়ে 'অসভ্য' অত্যাচার, বাবাকে গুলি করে মারল তিতিবিরক্ত মেয়ে...
তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে এই যুদ্ধের স্বার্থ শুধুমাত্র ইউক্রেনীয়-রাশিয়ান সমস্যার সঙ্গে সম্পর্কিত নয় বরং অস্ত্র বিক্রি, অস্ত্রের বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত’।
তিনি বলেন, ‘জনগণের শহীদ হওয়া নিয়ে আমাদের খেলা করা উচিত নয়। আমাদের তাদের বিষয়গুলি সমাধানে সহায়তা করতে হবে... আমি এখন দেখছি যে কিছু দেশ পিছিয়ে যাচ্ছে, তারা ইউক্রেনকে অস্ত্র দিতে চায় না। একটি প্রক্রিয়া শুরু হচ্ছে যেখানে শহীদ অবশ্যই ইউক্রেনীয় জনগণ হবে এবং এটি একটি কুৎসিত জিনিস’।
আরও পড়ুন: Dubai: সমুদ্রের নীচে মসজিদ! এবার তাক লাগিয়ে দিতে চলেছে এই 'স্পিরিচুয়াল ট্যুরিজম'...
ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি বলেছেন যে বিভিন্ন দেশগুলি ইউক্রেনে অস্ত্র পাঠানো অব্যাহত রাখবে বা পাঠানো বন্ধ করবে কিনা সে বিষয়ে পোপ কোনও অবস্থান নিচ্ছেন না।
ব্রুনি বলেন, পোপ অস্ত্র ব্যবসার পরিণতির কথা বলতে চেয়েছেন। তিনি বলেছেন, যারা অস্ত্র সরবরাহ করে তারা কখনও এর পরিণতি ভোগ করে না। বরং ইউক্রেনের জনগণের মতো এমন কিছু জনগোষ্ঠী এই অস্ত্রের অর্থ শোধ করে যাদেরকে ওই অস্ত্রের আঘাতে মরতে হয়।
পোপ এমন সময় এসব কথা বললেন যখন মার্কিন প্রশাসন সম্প্রতি এই বিষয়টি নিশ্চিত করেছে, এখনও পর্যন্ত ওয়াশিংটন কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের চেয়ে বেশি মূল্যের অস্ত্র সরবরাহ করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)