Bangladesh Woman Suicide: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 'শরীরিক সম্পর্ক', ভিডিও ভাইরালের 'হুমকি', তরুণীর 'করুণ' পরিণতি
প্রেমিক এবং তার দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তরুণীর ভাই
![Bangladesh Woman Suicide: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 'শরীরিক সম্পর্ক', ভিডিও ভাইরালের 'হুমকি', তরুণীর 'করুণ' পরিণতি Bangladesh Woman Suicide: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 'শরীরিক সম্পর্ক', ভিডিও ভাইরালের 'হুমকি', তরুণীর 'করুণ' পরিণতি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/02/374289-rape-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিয়ের কথা বলে এক তরুণীর সঙ্গে একাধিকবার 'শারীরিক সম্পর্ক'। এরপর বিয়ে না করে, গোপন ভিডিও ভাইরালের 'হুমকি'। লজ্জায়, ঘৃনায় 'চরম' পদক্ষেপ নিলেন তরুণী। আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি।
এই ঘটনায় রুমেল ও তাঁর দাদা রাসেল, নামে দু'জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন, মৃতার ভাই। গোটা ঘটনায় বাংলাদেশের নেত্রকোনার মদনে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে তরুণীর সঙ্গে রুমেলের পরিচয় হয়। তাঁদের মধ্য়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তরুণীর সঙ্গে 'শরীরিক সম্পর্ক' করে সে। কিন্তু এরপর পরিবার আপত্তি করায় তরুণীকে বিয়ে করতে চায়নি।
আরও অভিযোগ, ২০২০-র ২ অগাস্ট তরুণীকে অপহরণ করে ধর্ষণ করে রুমেল। এরপর রুমেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার। এখনও সেই মামলাটি আদালতে চলছে। এরই মদ্য়ে গত বুধবার ঈদের কেনাকাটা করার সময়, রুমেলের দাদা রাসেল তরুণীকে হুমকি দেয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় তাঁর গোপন ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় সে।
মেয়েটির পরিবার সূত্রে খবর, সেই অপমান সহ্য করতে না পেরে, বাড়িতে আত্মহত্যা করে তরুণী। শনিবার রাতে দুই ভাইয়ের নামে মদন থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন মৃতার ভাই। অভিযুক্তদের খোঁজ করছে পুলিস।