Bangladesh: ফের বদলের ঝোঁকে উত্তপ্ত বাংলাদেশ! আতঙ্কিত সেনাপ্রধান বললেন, এবার স্বাধীনতা বিপন্ন হবে...

আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত থাকি, তাহলে সেটা অপরাধীদের জন্য চমৎকার সুযোগ করে দেয়। 

Updated By: Feb 25, 2025, 04:28 PM IST
Bangladesh: ফের বদলের ঝোঁকে উত্তপ্ত বাংলাদেশ! আতঙ্কিত সেনাপ্রধান বললেন, এবার স্বাধীনতা বিপন্ন হবে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, মারামারি-কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। এমনটাই সতর্ক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার রাজধানী ঢাকার রাওয়া কনভেনশন হলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান একথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, থাকতে না পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। 

তিনি আরও বলেন, আমার অন্য কোনও আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি গ্রহণ করা। বিগত সাত-আট মাস ধরে অনেক হয়েছে। আর নয়। আমি চাই, দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফেরত আসব।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

তিনি বলেন, আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত থাকি, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত থাকি। তাহলে সেটা অপরাধীদের জন্য চমৎকার সুযোগ করে দেয়। সেই কারণেই এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই সম্মিলিতভাবে যেকোনও অপরাধ মোকাবিলা করা সম্ভব।

আরও পড়ুন, Bangladesh: রাজধানী ঢাকার আইন-শৃঙ্খলার চরম অবনতি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.