Rapido App Cab | Passenger Harassments | গরমেও বন্ধ AC, চালাতে বলায় ছুরির কোপ বসাতে এল অ্যাপক্যাব চালক!

Rapido App Cab | Passenger Harassments | প্যাসেঞ্জার তাতে রাজি না হওয়ায়, উত্তেজিত ড্রাইভার 'নাগারাজা' তাকে গাড়ি থেকে নেমে যেতে বলেন। বারবার তাকে নেমে যেতে বলায় এই নিয়ে তার সঙ্গে, প্রাথমিক ঝামেলা শুরু হয়। প্যাসেঞ্জার, (Passenger) অর্থাৎ অভিযোগকারী তখন ড্রাইভারকে বলে 'আপনি বুকিং ক্যানসেল করুন এটা আপনার দায়িত্ব।' ড্রাইভার তাতে রাজি না হওয়ায়, অভিযোগকারীকে  উন্মত্ত ড্রাইভার গাড়ির চাবির (Keychain)সঙ্গে লাগানো চাকু (Knife) নিয়ে  মারতে উদ্যত হয় এবং তার বুকের সামনে চাকু ধরে। 

Updated By: Feb 26, 2025, 06:12 PM IST
Rapido App Cab | Passenger Harassments | গরমেও বন্ধ AC, চালাতে বলায় ছুরির কোপ বসাতে এল অ্যাপক্যাব চালক!

অ্যাপক্যাব এখন রোজের জীবনের অঙ্গ। রাত হোক বা দিন, নিত্য নৈমিত্তিক জীবনে অ্যাপক্যাবের ( App cab) উপর ভরসা করে জীবন চলছে অনেকেরই। কিন্তু সেই অ্যাপ যদি আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, সে অ্যাপ ক্যাব যদি আপনার মনে ভয়ানক স্মৃতি তৈরি করে, তাহলে তো আর সত্যিই দুর্ভাগ্যজনক। আর এমনই এক ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে।

কিছুদিন আগে বেঙ্গালুরুর (Bengaluru) ভিক্টোরিয়া লে আউটে (Victoria Lay-Out) এক ব্যক্তি ব়্যাপিডো অ্যাপক্যাব (Rapido App Cab) বুক করেন। গাড়িতে উঠেই এসি (AC) চালানো নিয়ে বচসা বাঁধে ড্রাইভারের সঙ্গে। ড্রাইভার প্রথম থেকেই এসি চালাতে চাইছিলেন না। জনৈক ব্যক্তি বারবার অনুরোধ করায় ড্রাইভার প্রথমে তাকে বুকিং (Booking) ক্যানসেল করতে বলেন। প্যাসেঞ্জার তাতে রাজি না হওয়ায়, উত্তেজিত ড্রাইভার 'নাগারাজা' তাকে গাড়ি থেকে নেমে যেতে বলেন। বারবার তাকে নেমে যেতে বলায় এই নিয়ে তার সঙ্গে, প্রাথমিক ঝামেলা শুরু হয়। প্যাসেঞ্জার, (Passenger) অর্থাৎ অভিযোগকারী তখন ড্রাইভারকে বলে 'আপনি বুকিং ক্যানসেল করুন এটা আপনার দায়িত্ব।' ড্রাইভার তাতে রাজি না হওয়ায়, অভিযোগকারীকে  উন্মত্ত ড্রাইভার গাড়ির চাবির (Keychain)সঙ্গে লাগানো চাকু (Knife) নিয়ে  মারতে উদ্যত হয় এবং তার বুকের সামনে চাকু ধরে।

 

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন  Google News 

ঘটনার আকস্মিকতায় অভিযোগকারী রাস্তার ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। তৎক্ষণাত্‍ গাড়ি থেকে নেমে সে ট্রাফিক পুলিশের কাছে যায়। ব়্যাপিডো (Rapido)ড্রাইভার সেই মুহূর্তে অভিযোগকারীকে হেনস্থা (Harrasment) করার জন্য আরও বদবুদ্ধির আশ্রয় নেয় এবং সেখানে দাঁড়িয়ে পরপর কয়েকটি ফোন কল করতে থাকে। কোনক্রমে একটি অটো এসে অভিযোগকারীকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এরপর অভিযোগকারী ব়্যাপিডোর কাছে কমপ্লেন করে এই উন্মত্ত ড্রাইভারের নামে। পুলিশ সমস্ত অভিযোগ শোনে এবং কমপ্লেন নেয়। কিন্তু সেদিন রাতে, অভিযোগকারী অচেনা নাম্বার থেকে ফোন এবং তার সঙ্গে বেশ কিছু ওটিপি পেতে শুরু করে। অচেনা অজানা ওটিপি এবং ফোনে সে নার্ভাস হয়ে পড়ে। তৎক্ষণাৎ সে ব়্যাপিডোতে ফোন করে কমপ্লেন জানায় ড্রাইভার এর সম্পর্কে। 

আরও পড়ুন : Mukesh Ambani | Nita Ambani: আম্বানির ১৫ হাজার কোটির বাড়িতে কীভাবে কর্মী নেওয়া হয় শুনলে অবাক হবেন! এই চাকরি আপনিও পেতে পারেন...

ব়্যাপিডো জানায় ড্রাইভার নিজেই কমপ্লেন করেছে অভিযোগকারী সম্পর্কে এবং সে অভিযোগকারীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ড্রাইভার কখনই অভিযোগকারীকে কোন ফোন করেনি এবং এরকম ধরনের কোন ঘটনা ঘটেনি। এরপরই জনৈক ব্যক্তি তার ফোনের সমস্ত কল রেকর্ডস (Call Records) তথ্য প্রমাণাদি ব়্যাপিডোতে পাঠায়। এরপর ব়্যাপিডো ওই তথ্য প্রমাণের সত্যতা যাচাই করে ওই ড্রাইভারকে চাকরি থেকে বরখাস্ত করে এবং ক্ষমাও চায় অভিযোগকারীর কাছে। কিন্তু এরপরেও হেনস্থা থেমে থাকে নি। অচেনা অচেনা নম্বর থেকে ফোন এবং ওটিপি ক্রমাগত আসতেই থাকে অভিযোগকারীর কাছে।

আরও পড়ুন : Delayed Interview | Job Offer Rejected | ইন্টারভিউয়ে অনন্ত অপেক্ষা, বসের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে চাকরি ফেরালেন তরুণী!

ড্রাইভারকে সাসপেন্ড করলেও ব়্যাপিডো নিরাপত্তার  দায়িত্ব কখনই নেবেনা। তাই এখনো ওই অভিযোগকারী নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

 

.