Shivratri: বাংলাদেশের সীতাকুণ্ডে শিবচতুর্দ্দশীর মেলায় মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ পুণ্যার্থীর

Shivratri: তীর্থযাত্রীদের মূল লক্ষ্য থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ২০০ ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথধাম পরিক্রমা করা

Updated By: Feb 27, 2025, 07:48 AM IST
Shivratri: বাংলাদেশের সীতাকুণ্ডে শিবচতুর্দ্দশীর মেলায় মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত্যু ৩ পুণ্যার্থীর

সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শুরু হয়েছে তিনদিন ব্যাপী শিবচতুর্দ্দশী মেলা। সনাতন ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে প্রতিবছর ফাল্গুণ মাসের শিবচতুর্দ্দশী তিথিতে (শিবরাত্রী) তীর্থযাত্রীদের তিনদিনের এ মেলা বসেছে। প্রায় ৩০০ বছর ধরে চলমান এ মেলায় এ বছর হচ্ছে না বৈদিক সম্মেলন। মূলত তিন দিনের উৎসব হলেও মেলা চলবে ১৫ দিন। দোল পূর্ণিমার মধ্য দিয়ে শেষ হবে মেলা। প্রতি বছর স্রাইন কমিটির প্রধান কার্যালয় মোহন্ত আস্তান বাড়িতে বৈদিক সম্মেলন ও ঋষি সমাবেশ করা হতো। সম্মেলনে ধর্মীয় বিষয়ে আলোচনা করতেন আগত সাধু-সন্ন্যাসীরা। আয়োজন করা হত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। তবে এবার বৈদিক সম্মেলন না হলেও সম্মেলনস্থলে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের থাকা ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে বলে জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাস।

আরও পড়ুন-বাংলাদেশে নয়া ছাত্র সংগঠন! আত্মপ্রকাশের দিনেই তুমুল বিক্ষোভ..

এবার মেলায় সমাগম হয়েছে দেশ-বিদেশের প্রায় ১০ লাখ লোকের। তীর্থযাত্রা ও মেলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা সীতাকুণ্ডে এসেছেন। মেলায় ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধু- সন্ন্যাসী ও দর্শনার্থীদের আগমন ঘটেছে। ৩০০ বছরের প্রাচীন এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর লাখ লাখ ভক্তের আগমন ঘটে। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এ তীর্থভূমি জাতি-ধর্ম নির্বিশেষে মহামানবের মিলন তীর্থে পরিণত হয়। ফলে এই মেলার নিরাপত্তা রক্ষায় প্রশাসনও যথেষ্ট তৎপর থাকে।

মেলা কমিটি সূত্রে জানা যায়, তীর্থযাত্রীদের মূল লক্ষ্য থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ২০০ ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথধাম পরিক্রমা করা। প্রতিবছর শিবচতুর্দ্দশীতে এ মন্দির পরিক্রমায় আঁকাবাঁকা পাহাড়ী পথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ ধামে উঠেন পূর্ণ্যার্থীরা। মেলায় চতুর্দ্দশী তিথিতে ব্যাসকুণ্ডে স্নান-তর্পন, গয়াকুণ্ডে পিণ্ডদান করে তীর্থ যাত্রীরা। তাছাড়া সীতাকুণ্ডে থাকা প্রায় ৫০টি মঠ-মন্দির পরিক্রমা করবেন। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় এ মেলাকে ঘিরে বসেছে তৈজসপত্র, পাঠ্যপুস্তুক, খাবারের দোকান, খেলনা, আসবাবপত্রসহ নানা পণ্যের দোকান। আর মেলায় আগত পূর্ণ্যার্থীরা ধর্মীয় আচার শেষ করে বাড়ী ফেরার আগে কেনাকাটা করে থাকেন। এদিকে শিবচতুর্দ্দশী স্নান ও তীর্থস্থান ভ্রমণ উপলক্ষে তীর্থ যাত্রীদের সীতাকুণ্ড ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বিভিন্ন ট্রেনের থামার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশীর মেলায় তীর্থযাত্রায় আসা ৩ পুণ্যার্থী ভিড়ে চাপা পড়ে মারা গেছেন। বুধবার বেলা ১টার দিকে চন্দ্রনাথ মন্দিরের সামনে পুণ্যার্থীদের মৃত্যু হয়। নিহতদের দুইজন মহিলা। নিহতদের একজনের নাম বান্টু দাস (৫০)। তিনি চট্টগ্রাম জেলার চকরিয়া থানার বাসিন্দা। এছাড়া অপর দুইজনের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের একজন পঞ্চাশোর্ধ নারী ও একজন কিশোরী বলে জানিয়েছে চট্টগ্রাম জেলার ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জি ২৪ ঘন্টাকে বলেন, ধারণা করা যাচ্ছে ভিড়ের চাপে তিন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.