জার্মানিতে চলন্ত ট্রেনে কুঠার হামলা, আহত সাত যাত্রী
জার্মানিতে চলন্ত ট্রেনে কুঠার হামলা। এই হামলায় আহত হলেন ৭জন। বৃহস্পতিবার রাতে ডাসেলডর্ফ থেকে লাফিয়ে ট্রেনে ওঠে এক আততায়ী। ট্রেনের যাত্রীরা কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি কুঠার চালাতে থাকে সে। হঠাত্ ওরকম ঘটতে দেখে আতঙ্কে যাত্রীরা পালাতে শুরু করে। কুঠার হামলায় আহত ৩ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এর মধ্যে রয়েছেন ২জন মহিলা।
ওয়েব ডেস্ক: জার্মানিতে চলন্ত ট্রেনে কুঠার হামলা। এই হামলায় আহত হলেন ৭জন। বৃহস্পতিবার রাতে ডাসেলডর্ফ থেকে লাফিয়ে ট্রেনে ওঠে এক আততায়ী। ট্রেনের যাত্রীরা কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি কুঠার চালাতে থাকে সে। হঠাত্ ওরকম ঘটতে দেখে আতঙ্কে যাত্রীরা পালাতে শুরু করে। কুঠার হামলায় আহত ৩ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এর মধ্যে রয়েছেন ২জন মহিলা।
আরও পড়ুন ইরাকে বিয়ের অনুষ্ঠানে জঙ্গি হানা, মৃত ২৬
যদিও পালাতে পারেনি আততায়ী। শেষ পর্যন্ত আততায়ীকে ধরে ফেলে পুলিস। পুলিস জানিয়েছে, যুগোস্লোভিয়ার বংশদ্ভূত ওই যুবক জার্মানির ডাসেলডর্ফে থাকে। সে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিস।
আরও পড়ুন উত্তপ্ত ভারত-নেপাল সীমান্ত, মৃত ১, আহত ৬ SSB জওয়ান