ফুটবল, গল্ফ ছেড়ে আমেরিকা মজেছে ফুটগল্ফে

Updated By: Dec 25, 2014, 11:33 PM IST
ফুটবল, গল্ফ ছেড়ে আমেরিকা মজেছে ফুটগল্ফে
pic courtesy: footgolfarizona.com

এ যেন এক্কেবারে হ-য-ব-র-ল। আছে ফুটবল। অথচ নেই গোলপোস্ট। মাঠ আছে, কিন্তু তা গল্ফ কোর্স। খেলায় রয়েছে বার্ডি, বুগিজ, ইগলস। অথচ তা নাকি গল্ফ নয়! তাহলে হচ্ছেটা কী? এ আবার কী !!!!

খুদে গল্ফ বল হাপিশ! নেই গল্ফ স্টিক। তার বদলে ময়দানে পেল্লাই ফুটবল...বল মারাও হচ্ছে পা দিয়ে। তবে কি গল্ফ মাঠে চলছে ফুটবল খেলা?? কিন্তু কই, গোলপোস্ট তো নেই!

ফুটবল নয়...গল্ফও নয়। এ আসলে ফুটগল্ফ। নতুন এই খেলায় মজেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হল্যান্ডে বছর পাঁচেক আগেই সূচনা এই খেলার। গতবছরও মার্কিন মুলুকে মাত্র দশটি গল্ফ কোর্সে ছিল ফুটগল্ফ খেলার সুযোগ। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো। ভাবুন তাহলে, ক্রেজ কতটা!!

এরপর কোনওদিন যদি ক্রিকেট-হকি মিলে হয়ে যায় ক্রিকি.. চমকাবেন কি!!!!

 

.