এমনই দেখতে হবে নোকিয়া ৩৩১০
ওয়েব ডেস্ক: 'এভাবেও ফিরে আসা যায়...'। যায় বৈকি! 'প্রাগৈতিহাসিক'ও যে হয়ে উঠতে পারে যুগের উপযোগী, আরও একবার প্রমাণ করল বিশ্ব বিখ্যাত মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়া। এখন একেবারেই বাজার নেই নোকিয়ার। আন্ড্রয়েড আর অ্যাপেলের রমরমায় মাইক্রোসফট ট্যাকনোলজিতে ফ্লপ নোকিয়া। স্যামসং, অ্যাপেল, রেডমি, মাইক্রোম্যাক্সের মত দেশি-বিদেশী মোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলোর কাছে অন্তত দশ গোল খেয়ে পিছিয়ে রয়েছে নোকিয়া। বাজার দখল তো দূর, নোকিয়া এখনও বাজারেই আসতে পারেনি। তবে যে রণকৌশল নিয়ে ভারতের স্মার্ট ফোনের বাজার ধরতে মরিয়া হয়েছে তারা, তাতে ফল যাই আসুক, প্রথম পদক্ষেপেই বাজি মেরেছে নোকিয়া। এক, নিজেদের অ্যান্ড্রয়েডে আপডেট করিয়ে গ্যাজেটপ্রেমীদের কাছে পি-ওয়ান স্মার্ট ফোন লঞ্চ করা, আর দুই নোকিয়ার ৩৩১০ মোবাইলের কামব্যাক, এতেই কেল্লা ফতে। (এত জনপ্রিয়তার পরেও নোকিয়া ব্যর্থ হল কেন?)
'প্রাগৈতিহাসিক' নোকিয়া ৩৩১০, একবিংশ শতকে যেভাবে ফিরছে তাতে চোখ কপালে উঠেছে নোকিয়ার প্রতিযোগীদের। নতুন রঙ, নতুন আকার, ঝকঝকে স্ক্রিন, সঙ্গে ক্যামেরা। ফার্স্ট লুকেই মনের মণিকোঠায় স্থান, 'পিকচার তো আভি বাকি হ্যায়'।