২৫৬ জিবি মেমরি স্টোরেজ, ৬ জিবি RAM নিয়ে বাজারে আসছে নোকিয়া P1
অ্যান্ড্রয়েডে ফিরছে নোকিয়া, এই খবর এখন সবার জানা। তবে যে দুটি স্মার্টফোন দিয়ে অ্যান্ড্রয়েডে নোকিয়া তার যাত্রা শুরু করছে সেই স্মার্টফোন নিয়ে সঠিক তথ্যগুলো জানেন তো? যদি জেনেও থাকেন তবে এই তথ্যগুলো দিয়ে আরও সমৃদ্ধ করুন নিজের ধারনাকে। নোকিয়া সিক্স (Nokia 6) এবং নোকিয়া পি ওয়ান (Nokia P1), এই দুই স্মার্টফোন নিয়েই বাজার দাপাতে আসছে নোকিয়া।
![২৫৬ জিবি মেমরি স্টোরেজ, ৬ জিবি RAM নিয়ে বাজারে আসছে নোকিয়া P1 ২৫৬ জিবি মেমরি স্টোরেজ, ৬ জিবি RAM নিয়ে বাজারে আসছে নোকিয়া P1](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/19/76506-nokia-p1-model.jpg)
ওয়েব ডেস্ক: অ্যান্ড্রয়েডে ফিরছে নোকিয়া, এই খবর এখন সবার জানা। তবে যে দুটি স্মার্টফোন দিয়ে অ্যান্ড্রয়েডে নোকিয়া তার যাত্রা শুরু করছে সেই স্মার্টফোন নিয়ে সঠিক তথ্যগুলো জানেন তো? যদি জেনেও থাকেন তবে এই তথ্যগুলো দিয়ে আরও সমৃদ্ধ করুন নিজের ধারনাকে। নোকিয়া সিক্স (Nokia 6) এবং নোকিয়া পি ওয়ান (Nokia P1), এই দুই স্মার্টফোন নিয়েই বাজার দাপাতে আসছে নোকিয়া।
একঝলকে দেখে নিন নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের খুঁটিনাটি বিষয়-
RAM- ৬জিবি
মেমরি স্টোরেজ- ১২৮জিবি (দাম- ৫৪,০০০)
মেমরি স্টোরেজ- ২৫৬জিবি (দাম- ৬৪,৭০০)
প্রসেসর- স্ন্যাপড্রাগন ৮৩৫
ক্যামেরা- ২২.৬ মেগাপিক্সেল
ব্যাটারি- ৩৫০০ mAh
এই ফোনটি স্মার্টফোন 'Aquos Xx3'-র অনুকরণে তৈরি। এই ফোন পুরনো বছরে জাপানে আত্মপ্রকাশ করেছিল।
নোকিয়া সিক্স নিয়ে জানুন সব তথ্য এই লিঙ্কে ক্লিক করে- অ্যান্ড্রয়েড নিয়ে নোকিয়া ফিরল স্মার্টফোনের বাজারে