ফেসবুকে বিপুল সংখ্যক ফলোয়ার্স খোয়ালেন জুকারবার্গ নিজেই! অবাক Meta-প্রধান নিজেই
বুঝে ওঠার আগে বিখ্যাত ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার লক্ষাধিক থেকে কমে ১০ হাজারে নেমে এসেছে। স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে ইনফ্লুয়েন্সার থেকে বাকি ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডারদের। কারণ লক্ষাধিক ফলোয়ার মোটেই মুখের কথা নয়। এমনকি মেটা সিইও মার্ক জুকারবার্গও এমন সমস্যা থেকে রেহাই পাননি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ফলোয়ারও ৯,৯৯৪ জনে নেমে এসেছে। কিন্তু এর কারণ কি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ধাক্কায় কমে যাচ্ছে ফেসবুক ফলোয়ারের সংখ্যা। বুঝে ওঠার আগে বিখ্যাত ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার লক্ষাধিক থেকে কমে ১০ হাজারে নেমে এসেছে। স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে ইনফ্লুয়েন্সার থেকে বাকি ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডারদের। কারণ লক্ষাধিক ফলোয়ার মোটেই মুখের কথা নয়। এমনকি মেটা সিইও মার্ক জুকারবার্গও এমন সমস্যা থেকে রেহাই পাননি। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ফলোয়ারও ৯,৯৯৪ জনে নেমে এসেছে। কিন্তু এর কারণ কি? আন্তর্জাতিক তারকা থেকে টলিউডের অভিনেতা প্রত্যেকেরই একই সমস্যা।
আরও পড়ুন, Smart Phones: বাজেট কম? ১০ হাজারের নীচে এই দুরন্ত মোবাইল ফোনগুলি আপনারই অপেক্ষায়!
অনেকে তো আশঙ্কা পোস্ট করেছেন। অভিনেত্রী স্বস্তিকা দত্ত লেখেন, “চার লক্ষ অনুরাগী কমে গিয়ে শেষে কি না নয় হাজার? কারণটা কী?” বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন টুইট করেছেন, "ফেসবুক সুনামি হচ্ছে। আমার ৯০০,০০০ ফলোয়ার নেই এবং তীরে মাত্র ৯,০০০ কিছু রেখে গেছে।তবে আমি ফেসবুকের মাজাটা পছন্দ করছি।"
ধারণা করা হচ্ছিল ফেসবুকে একটি বাগের কারণে রাতারাতি লাখ লাখ ফলোয়ার উধাও হয়ে গেছে। তবে বিশেষজ্ঞদের মতে, ফেসবুক ভুয়ো অ্যাকাউন্টগুলি মুছে ফেলছে। এ কারণে এমন ফলাফল আসছে। প্রক্রিয়া শেষ হলে সবকিছু আবার স্বাভাবিক হবে। এমন অভিজ্ঞতা ইতিমধ্যে টুইটার ব্যবহারকারীদেরও হয়েছে। তবে মেটা’র সঙ্গে যোগাযোগ করা হলে এক মুখপাত্র বলেন, ''আমরা জানি যে কিছু মানুষ তাদের ফেসবুক প্রোফাইলে ফলোয়ার সংখ্য়ায় অসঙ্গতি দেখতে পাচ্ছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা কাজ করছি এবং যে কোন অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।''
স্বাভাবিকভাবেই কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও মনে করা হচ্ছিল যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা। তবে সেকারণেই হোক না কেন ফেসবুকের তরফে শীঘ্রই বিষয়টি ঠিক করে নেওয়ার আশ্বাস পাওয়া গিয়েছে।
আরও পড়ুন, WhatsApp: এবার থেকে স্ক্রিনশট নেওয়া বন্ধ, নতুন নিয়ম চালু হবে হোয়াটসঅ্যাপে!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)