Maha Kumbh 2025: গুগলে লিখুন ‘মহাকুম্ভ’, তারপরই ‘ম্যাজিক’ দেখুন...

Google Search: মহাকুম্ভ মেলার উদযাপনে সামিল হল সার্চ ইঞ্জিন গগুলও। প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলার ভার্চুয়ালি উদযাপন চলছে গুগলের স্ক্রিনেও। 

Updated By: Jan 16, 2025, 11:33 PM IST
Maha Kumbh 2025: গুগলে লিখুন ‘মহাকুম্ভ’, তারপরই ‘ম্যাজিক’ দেখুন...

অরুণিমা চক্রবর্তী: উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলা নিয়ে দেশব্যাপী মানুষের উত্‍সাহের অন্ত নেই। শুধু দেশ কেন, বিদেশ থেকেও বহু মানুষ ভিড় জমাচ্ছেন মহাকুম্ভে। পুণ্যলাভের আশায় মকর সংক্রান্তিতে কয়েক কোটি পুণ্যার্থী পুণ্যস্নান সেরেছেন ত্রিবেণী সঙ্গমে। মহাকুম্ভ মেলার উদযাপনে সামিল হল সার্চ ইঞ্জিন গগুলও। প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলার ভার্চুয়ালি উদযাপন চলছে গুগলের স্ক্রিনেও। 

মহাকুম্ভ মেলা ঘিরে দেশবাসীর আবেগকে শ্রদ্ধা জানাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। তৈরি করা হয়েছে একটি অ্যানিমেশন। গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে ‘মহা কুম্ভ’ বা ’কুম্ভ মেলা’ সার্চ করেই গোলাপের পাপড়ি ঝরে পড়ছে। এযেন ঠিক ডিজিটালি গোলাপের পাপড়ি অর্পণ করে ’মহাকুম্ভর’ অভিষেক করার সমান। শুধু একবারই নয়, ইচ্ছা হলে একাধিকবার এই অ্যানিমেশন দেখতে পারেন যে কোনও ব্যবহারকারী। ইমেলের মাধ্যমে শুভেচ্ছা জানাতে ও শেয়ার করতে পারবেন। শেয়ার করা যাবে ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মেও।  

আরও পড়ুন:Bengaluru: অন্তরঙ্গ ছবি-ভিডিয়ো লিক করার ব্ল্য়াকমেইল! কাকার লালসায় গায়ে আগুন ধরালো তরুণী, তারপর...

কী ভাবে করবেন ডিজিটাল শ্রদ্ধাজ্ঞাপন?  

• প্রথমেই যেতে হবে মোবাইল বা ডেস্কটপের গুগল সার্চ ইঞ্জিনে
• এরপর বাংলা, হিন্দি বা ইংরেজিতে ‘মহাকুম্ভ’ বা ‘কুম্ভ মেলা’ টাইপ করে ক্লিক করতে হবে সার্চ বটনে
• স্ক্রিনের নীচে গোলাপি রঙের একটি চিহ্ন দেখা যাবে
• চিহ্নটিতে ক্লিক করলেই স্ক্রিনে ঝড়ে পড়বে গোলাপের পাপড়ি 
• অ্যানিমেশনের পাশে দেখা যাবে ৩টি অপশন 
• প্রথম অপশনে ক্লিক করতে বন্ধ হয়ে যাবে অ্যানিমেশনটি 
• দ্বিতীয় অপশনে ক্লিক করলে বাড়বে গোলাপের পাপড়ির সংখ্যা 
• এই অপশনে প্রত্যেকবার ক্লিক করতেই গোলাপের পাপড়ি দেখা যাবে 
• তৃতীয় অপশনে ক্লিক করে শেয়ার করা যাবে 

প্রসঙ্গত, প্রয়াগরাজে মহাকুম্ভের মেলা শুরু হয়েছে ১৩ জানুয়ারি থেকে, চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন লক্ষ্য লক্ষ্য মানুষের পা পড়ছে মহাকুম্ভে। নজর কেড়েছে দেশ-বিদেশ থেকে আগত বহু সাধু-সন্ন্যাসীও। মহাকুম্ভ মেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার।  

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.