সুরেলা ডুডলে পিয়ানোর স্রষ্টার জন্মদিন পালন করল গুগল

পিয়ানোর স্রষ্টা বার্তোলোমেও ক্রিসতোফোরির ৩৬০ তম জন্মদিনে তাঁকে সুরেলা শ্রদ্ধার্ঘ জানাল গুগল। গুগলের হোমপেজে আজকের ডুডল মিউজিকাল।

Updated By: May 4, 2015, 05:35 PM IST
সুরেলা ডুডলে পিয়ানোর স্রষ্টার জন্মদিন পালন করল গুগল

ওয়েব ডেস্ক: পিয়ানোর স্রষ্টা বার্তোলোমেও ক্রিসতোফোরির ৩৬০ তম জন্মদিনে তাঁকে সুরেলা শ্রদ্ধার্ঘ জানাল গুগল। গুগলের হোমপেজে আজকের ডুডল মিউজিকাল।

আজকের ডুডলে একজন মিউজিসিয়ান মন দিয়ে পিয়ানো বাজাচ্ছেন। দেখাছে কিভাবে কাজ করে কমপ্লেক্স এই মিউজিক ইন্সট্রুমেন্টটি।

আজজের ডুডলটি তৈরি করেছেন ডুডলার লিও হং। ইউসাররা ইচ্ছেমত ডুডলটির টিউন কন্ট্রোল করতে পারবেন।

ক্রিস্টোফার তাঁর তৈরি এই যন্ত্রটিতে হ্যামার (হাতুড়ি) মেকানিজম ব্যবহার করেছিলেন। কিবোর্ডের উপর থাকা একটি স্ট্রিংসে লাগাতার আঘাত করে যায় এই হাতুড়িটি। যার ফলে তৈরি হয় শব্দ। এই হাতুড়ির সাহায্যেই পিয়ানোতে নরম বা জোরে শব্দ তৈরি হয়।

মোট কতগুলি পিয়ানো ক্রিস্টোফার তৈরি করেছিলেন, তা এখনও অজানা। এখন তাঁর তৈরি মাত্র তিনটি পিয়ানোর সন্ধান পাওয়া যায়। প্রত্যেকটিই তৈরি ১৭২০ সালের পর।

১৬৫৫ সালে ৪ মে তৎকালীন রিপাবলিক অফ ভেনিসের পাদুয়াতে জন্মগ্রহণ করেন বার্তোলোমেও। ১৭৩১ সালের ২৭ জানুয়ারি তিনি মারা যান।

 

.