১০৪ উপগ্রহ উত্‍‍ক্ষেপণের মধ্যমে ইতিহাসের রকেটে ইসরো

২৮ ঘণ্টার কাউন্টডাউন প্রায় শেষ। তৈরি হতে চলেছে ইতিহাস। কিছুক্ষণের মধ্যেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেবে একসঙ্গে ১০৪টি উপগ্রহ। যারমধ্যে একই রকেটে পাড়ি দেবে ১০৩টি উপগ্রহ। ইসরোর ঐতিহাসিক অভিযান সফল হলে মহাকাশ গবেষণায় নয়া নজির গড়বে ইসরো।

Updated By: Feb 15, 2017, 09:49 AM IST
১০৪ উপগ্রহ উত্‍‍ক্ষেপণের মধ্যমে ইতিহাসের রকেটে ইসরো

ওয়েব ডেস্ক: ২৮ ঘণ্টার কাউন্টডাউন প্রায় শেষ। তৈরি হতে চলেছে ইতিহাস। কিছুক্ষণের মধ্যেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেবে একসঙ্গে ১০৪টি উপগ্রহ। যারমধ্যে একই রকেটে পাড়ি দেবে ১০৩টি উপগ্রহ। ইসরোর ঐতিহাসিক অভিযান সফল হলে মহাকাশ গবেষণায় নয়া নজির গড়বে ইসরো।

লঞ্চ অথরাইজেশন বোর্ডের সবুজ সঙ্কেত পাওয়ার পর মঙ্গলবার ভোর ৫টা ২৮ মিনিট থেকে কাউন্টডাউন করা শুরু করে ইসরো। আজ সকাল সাড়ে ৯টা নাগাদ PSLV-C37 রকেটের সাহায্যে প্রথমে অন্তরীক্ষে পাঠানো হবে ৭১৪ কেজি ওজনের কারটোস্যাট 2 সিরিজের উপগ্রহ। এরপর বাকি ১০৩টি উপগ্রহের উত্‍‍ক্ষেপণ। যারমধ্যে ১০১টি বিদেশি উপগ্রহ। ৯৬টি আমেরিকার। বাকি ৫টি ইজরায়েল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সুইত্‍জারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহীর। সবগুলি উপগ্রহের মোট ওজন ৬৬৪ কেজি।

আরও পড়ুন-'বিহারের প্রাক্তন সাংসদকে ব্ল্যাকমেল, ৫ কোটি তোলা দাবি', নতুন বিতর্কে নারদকর্তা ম্যাথু স্যামুয়েল

ভারতের ২ ন্যানো উপগ্রহ INS-1A এবং INS 1B-র ওজন ১ হাজার ৩শো ৭৮ কেজি। দুটি ক্ষেত্রেই শক্তিশালী XL রকেট ব্যবহার করছে ইসরো। এর আগে একসঙ্গে ৩৭টি রকেট মহাকাশে পাঠিয়েছিল রাশিয়া। ইসরোর এটি ৩৯তম অভিযান।

আরও পড়ুন- ৪ বছর কারাদণ্ড শশীকলার, আম্মার আসনে বসা হল না চিন্নাম্মার

.