#উৎসব: মেয়েরাই করবে পুজো, এটাই যেন রীতি মাতৃকুটিরে

এই রীতি বছরের পর বছর চলবে বলে জানান মাতৃকুটিরের কর্মকর্তী প্রিয়ংবদা বিশ্বাস

Updated By: Oct 13, 2021, 09:50 PM IST
#উৎসব: মেয়েরাই করবে পুজো, এটাই যেন রীতি মাতৃকুটিরে

নিজস্ব প্রতিবেদন: শাস্ত্রে নারীদের পুজো করারও বিধান রয়েছে। তাহলে পুজোতে শুধুমাত্র পুরুষ ব্রাহ্মণ কেন?

শিলিগুড়ির পূর্ব বিবেকানন্দ পল্লীর মাতৃকুটিরে বিগত ২ বছর ধরে দুর্গাপুজো চলছে মহিলা ব্রাহ্মণ দিয়েই। পুজোর আয়োজনে যেমন পুরুষদের থেকে মহিলারা এগিয়ে থাকেন সেহেতু তারাই নিষ্ঠার সঙ্গে পুজো করতে পারবেন এই ধারনা থেকেই মহিলা ব্রাহ্মণ দিয়ে পুজোর আয়োজন মাতৃকুটিরে। সেই শুরু।

আরও পড়ুন-Uluberia: পুজোর ভিড় থেকে ২ শিশুকে উদ্ধার করল উলুবেড়িয়া মহিলা থানা, পরদিন বেরিয়ে এল আসল রহস্য

এই রীতি বছরের পর বছর চলবে বলে জানান মাতৃকুটিরের কর্মকর্তী প্রিয়ংবদা বিশ্বাস। তার বক্তব্য, গোটা বিশ্বে নারীরা যদি পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে তাহলে শুধু মাত্র মন্ত্র উচ্চারণ করে পুজোতেই বাধা কোথায়? সেই বাধা অতিক্রম করে মাতৃকুটিরে আগামী দিন গুলোতে মহিলা দ্বারা পুজো হবে।

আরও পড়ুন- ছোট হচ্ছে NCR, থাকবে মাত্র ১০০ কিলোমিটার ব্যাসার্ধ: দেখে নিন পরিকল্পনা   

অপরদিকে মহিলা ব্রাহ্মণদের কথায় শাস্ত্রে যদি বিধান থাকতে পারে তাহলে তো আর কোন অসুবিধেই থাকে না। তবে পথ চলা অতটাও সহজ নয়। সমাজের নানা টিপ্পনীর মুখেও পড়তে হয়েছে। তবে তা অতিক্রম করে এগিয়ে চলার নামই জীবন।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.