Panagarh Accident Case: 'এত জোরে গাড়ি ছুটছে কেন?' বাবলু যাদবের গ্রেফতারে প্রশ্ন সুতন্দ্রার মায়ের...

Bablu Yadav | Panagarh Case: অভিযোগ ওঠে, একটি সাদা গাড়িতে চড়ে মদ্যপ যুবকদের দল সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে উত্যক্ত করছিল। সুতন্দ্রাদের গাড়িকে ওই সাদা গাড়িটি ধাক্কা মারে বলেও অভিযোগ। সেই ঘটনার পর থেকে বাবলু যাদবের খোঁজ চালাচ্ছিল পুলিস। 

Updated By: Feb 27, 2025, 05:31 PM IST
Panagarh Accident Case: 'এত জোরে গাড়ি ছুটছে কেন?' বাবলু যাদবের গ্রেফতারে প্রশ্ন সুতন্দ্রার মায়ের...
ফাইল ছবি

বিধান সরকার: সত্যিটা কি জানতে চান সুতন্দ্রার মা। প্রয়োজনে দুই গাড়ির সবাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করুক পুলিস চাইছেন তিনি। যাদের বয়ান নিয়েছিল পুলিস তারা একেকবার একেক রকম বলছে কেন? বাবলু যাদব ও তার সঙ্গীদের কেন এখনও ধরা গেল না কেন? সুতন্দ্রার মায়ের কোনও বয়ান রেকর্ড করা হয়নি।ইংজেরিতে লেখা হয়েছিল বয়ান। যে অভিযোগকারী সে ইংরেজি বোঝে না, দাবি ছিল সুতন্দ্রার মায়ের। এরপরই বাবলু যাদবকে বৃহস্পতিবার গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ৷ 

আরও পড়ুন, Tangra triple murder: 'মরার ভান করে শ্বাস আটকে ছিলাম, কাকা বালিশ চাপা দিয়ে...' ট্যাংরাকাণ্ডে নাবালকের হাড়হিম বয়ান!

তবে বিচারে দাবিতে লড়াই চালিয়ে যাবেন তিনি। সুতন্দ্রার গাড়িতে যারা ছিল তাদের জবানবন্দি নিতে আজ কাঁকসায় ডেকেছে পুলিস। আজ সুতন্দ্রার বাড়িতে যায় মুক্ত মঞ্চ সংগঠনের শিল্পীরা। তাদের সামনে কান্নায় ভেঙে পরেন তনুশ্রী চট্টোপাধ্যায়। শিল্পীদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। রাতে অনুষ্ঠান করতে গিয়ে অনেকবার অপ্রীতিকর অবস্থার সম্মুখিন হতে হয় তাদের। তখন রাস্তায় পুলিসের দেখা মেলে না বলে দাবি। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

সুতন্দ্রার সঙ্গে ইভটিজিং হয়েছিল কিনা, তার গাড়িরচালক প্রথমে সেই দাবি করার পর অভিযোগে কেন তা লেখা হল না। সিসিটিভি ফুটেজে যে ভাবে গাড়ি ছুটছে দেখা গিয়েছে, কেন এট গতি তা নিয়েও প্রশ্ন তনুশ্রী চট্টোপাধ্যায়ের। সুতন্দ্রার মায়ের প্রশ্ন, 'সাদা গাড়িতে তো আরও অনেকে ছিলেন। তাঁদের কেন এখনও গ্রেফতার করা গেল না?' তাঁর আরও দাবি, 'আমরা সিসিটিভি ফুটেজে দেখছি সাদা গাড়িটা আগে যাচ্ছে ৷ পিছনে আমাদের গাড়িটা খুব জোরে যাচ্ছে। এত জোরে কেন চালাচ্ছিল ? ওরা তো দাঁড়িয়ে যেতে পারত। গাড়িতে যারা ছিল, তাঁরা কেন ড্রাইভারকে বলেনি এত জোরে না-চালাতে। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। কে আসল দোষী সেটা পুলিস তদন্ত করুক।'

পুলিসের দাবি, পানাগড়ে পুরোনো জিটি রোডে রাইসমিল গলির সামনে সুতন্দ্রার গাড়িই বাবলুর সাদা ক্রেটা গাড়িকে ধাওয়া করছিল। সেই দাবির সপক্ষে সিসিটিভি ক্যামেরায় ফুটেজও দেখিয়েছে পুলিস। তবে কে এই বাবলু যাদব! উত্তরপ্রদেশ থেকে প্রায় দশ বছর আগে এসে পানাগড় বাজারের কাওয়ারি মার্কেটে এক ব্যক্তির দোকানে কাজ শুরু করেন বাবলু। সেখান থেকে পরে লোহার যন্ত্রাংশ অল্প পরিমাণে কেনাবেচার ব্যবসা শুরু করেন। মূলত ছোট এবং বড় গাড়ির স্প্রিং পাতির ব্যবসা করতেন তিনি। পরে এই ব্যবসার সঙ্গে যুক্ত এক বাংলাদেশের বাসিন্দা ব্যবসায়ীর সঙ্গে তাঁর যোগাযোগ হয়। পানাগড়ে কাওয়ারি মার্কেটে মূলত পুরনো গাড়ির স্পেয়ার পার্টস কেনাবেচার বিরাট এলাকা জুড়ে ব্যবসা চলে। 

আরও পড়ুন, Train Block: ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ব্যান্ডেলে বর্ধমান মেইন শাখায় ট্রেন চলাচল বন্ধ, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.