Sandeep Reddy Vanga | Animal: 'খারাপই লাগে! অ্যানিম্যাল নিয়ে এত সমালোচনা, অথচ রণবীরকে নিয়ে প্রশংসা...'

Sandeep Reddy Vanga: সন্দীপ রেড্ডি তাঁর সমালোচিত ছবি 'অ্যানিম্যাল' নিয়ে 'গেম চেঞ্জার্স' নামক এক ইউটিউব চ্যানেলে বলেছেন...

Updated By: Feb 26, 2025, 02:21 PM IST
Sandeep Reddy Vanga | Animal: 'খারাপই লাগে! অ্যানিম্যাল নিয়ে এত সমালোচনা, অথচ রণবীরকে নিয়ে প্রশংসা...'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিংসাত্মক এবং নারী বিদ্বেষ হওয়ার জন্য ২০২৪ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যাকশন-ড্রামা 'অ্যানিম্যাল' নিয়ে তিনি অত্যন্ত সমালোচনার সম্মুখীন হয়েছেন। তা সত্ত্বেও তিনি ব্লকবাস্টার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর ইউটিউব চ্যানেল 'গেম চেঞ্জার্স' -এ কোমল নাহাটার সঙ্গে কথোপকথনে তিনি খোলাখুলিভাবেই বলেন, কীভাবে ছবির লোকেরা এই ছবিটি নিয়ে সমালোচনা করেছিলন কিন্তু এসবের মধ্যেও রণবীর কাপুরকে নিয়ে সবাই প্রশংসা করেছিলেন। এই প্রসঙ্গ টেনেই তিনি শিল্পের বৈষম্য নিয়ে প্রশ্ন তোলেন। 

আরও পড়ুন: Govinda-Sunita Divorce: 'আমি এখন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি...', অবশেষে ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দা...

বলিউডের বৈষম্য নিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, কেন চলচ্চিত্র জগতের লোকেরাও অ্যানিমেলের সমালোচনা করেছিলেন; এই প্রশ্নের উত্তরে ভাঙ্গা বলেছিলেন, 'আমি আপনাকে একটা কথা বলব- যারা অ্যানিমেলের খুব খারাপ সমালোচনা করেছিলেন, তারা সকলেই নেগেটিভ মন্তব্য করেছিলেন, 'কিন্তু রণবীর এটা ভেঙে ফেলেছে।' দেখুন, আমি রণবীরের প্রতি ঈর্ষান্বিত নই, তবে আমি বৈষম্য বুঝতে পারি না। আমি যা বুঝতে পেরেছিলাম তা হল তাঁরা রণবীরের সঙ্গে কাজ করতে চেয়েছিল। কারণ তারা যদি রণবীরকে কিছু বলে তাহলে... স্পষ্টতই, একজন তারকা সম্পর্কে মন্তব্য করা আলাদাই ব্যাপার। আমার সম্পর্কে মন্তব্য করা সহজ কারণ আমি এই জায়গায় নতুন। একজন চলচ্চিত্র নির্মাতা প্রতি ২-৩ বছর অন্তর একটি ছবি বানান, কিন্তু একজন অভিনেতা বছরে পাঁচবার ছবিতে উপস্থিত হন। তারা যাদের সঙ্গে কাজ করে তারা, তাদের সম্পর্কে বেশি কিছু বলবে না।' 

আরও পড়ুন: Govinda Divorce: ৩০ বছরের অভিনেত্রীর প্রেমে মশগুল গোবিন্দা! ৩৭ বছরের দাম্পত্য ভাঙছেন সুনীতা...

বলিউডে তিনি কি বাইরের লোকের মতো অনুভব করেন তা জানতে চাইলে ভঙ্গ তার উত্তরে বলেন, 'না, আমি ভেতরের লোক এবং বাইরের লোকের কথা বিশ্বাস করি না। আমি কখনোই বাইরের লোকের মতো অনুভব করিনি। যেমনটি আমি আগেও বলেছি, এখানে স্পষ্টতই একটা দল এবং বৈষম্য আছে। কিন্তু আমার মনে হয় এটা তখনই ঘটে যখন একজন নতুন লোক তোমার স্কুলে আসে এবং তুমি কিন্ডারগার্টেন থেকে সেখানে পড়াশোনা করছো, সেই সময় সেখানে কেউ দশম শ্রেণীতে যোগ দেয়, তাই সেখানে তুমি মনে কর তুমি বড়।'

সন্দীপ রেড্ডি আরও বলেন, কীভাবে কবির সিং-এ তাঁর সঙ্গে কাজ করা একজন অভিনেতাকে বলিউডের একটি বড় প্রযোজনা সংস্থা কেবল এই কারণেই তাঁকে কাজ দিতে অস্বীকার করেছিলেন অন্যান্যরা, কিন্তু তিনি সেই ছবিটির অংশ ছিলেন। তিনি এই পক্ষপাতের জন্যই ইন্ডাস্ট্রির সমালোচনা করেন এবং রণবীর কাপুর, তৃপ্তি ডিম্রি এবং রশ্মিকা মান্দান্নার সঙ্গেও একই ধরণের কথা হয়েছিল। ভঙ্গা তাঁর হতাশা প্রকাশ করে বলেন, এইরকম পরিস্থিতি দেখে তিনি অত্যন্ত বিরক্ত এবং দুঃখিত উভয়ই একইসঙ্গে অনুভব করছেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.