Saraswati Puja Weather Updates: শীত বিদায়ের আগে হবে পারদ পতন? ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, কুয়াশায় ঢাকা চারিদিক...
Bengal Winter Update: আজ তেসরা ফেব্রুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসাম এবং রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত।
অয়ন ঘোষাল: দিনের তাপমাত্রা কমল। আজ থেকে রাতের তাপমাত্রা কমবে। বুধবারের মধ্যে ২২ থেকে ১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। কুয়াশায় ঢাকা দক্ষিণের ৬ জেলা। উত্তরের ৫ জেলায় কুয়াশার চাদর। রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভবনা নেই। ১১ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে বঙ্গে শীতের বিদায়। ফেব্রুয়ারির শেষ দিকেই উষ্ণ বাংলা।
আরও পড়ুন: নদিয়াতে মর্মান্তিক পথ দুর্ঘটনা! এক বাইকে ৪, মৃত সকলেই...
দক্ষিণবঙ্গে
আজ রাত থেকে সামান্য নামতে পারে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। কলকাতা তাপমাত্রা ফের ১৭/১৮ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। শুক্রবারের পর থেকে আনুষ্ঠানিক ভাবে শীতের বিদায় পর্ব শুরু। আজ সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের ৬ জেলাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের ৫ জেলাতে আজ কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামী ৪/৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের ওপরে উঠবে পারদ।
কলকাতা
দিনের পারদ সামান্য নেমেছে। আজ থেকে রাতের পারদ ধাপে ধাপে নামবে। ২২ থেকে নেমে বুধবারের মধ্যে ফের রাতের পারদ পৌঁছাতে পারে ১৭ বা ১৮ এর ঘরে। সকালে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২২.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ থেকে কমে ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশ।
ভিনরাজ্যে
কুয়াশার চাদরে মোড়া থাকবে বিহার ওড়িশা। মঙ্গল বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)