WATCH | Rohit Sharma-Smriti Mandhana: 'এখন ছাড়ো, বউ দেখে ফেলবে'! রোহিত-স্মৃতির ভিডিয়ো ভাইরাল, ১ মিনিট ২ সেকেন্ডেই...

Rohit Sharma-Smriti Mandhana: স্মৃতি মন্ধানার প্রশ্নে রোহিত হিট-উইকেট হয়ে গেলেন! ভিডিয়ো ভাইরাল মুহূর্তে...  

Updated By: Feb 2, 2025, 06:45 PM IST
WATCH | Rohit Sharma-Smriti Mandhana: 'এখন ছাড়ো, বউ দেখে ফেলবে'! রোহিত-স্মৃতির ভিডিয়ো ভাইরাল, ১ মিনিট ২ সেকেন্ডেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৬-০৭ মরসুম থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বর্ষবরণ করে, ফেলে আসা বছরের সেরা ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের সম্মাননা প্রদান করে। যা বিসিসিআই নমন পুরস্কার নামে পরিচিত। হিন্দি শব্দ 'নমন', যার মানে মাথা নত করা বা কুর্নিশ জানানো। ১ ফেব্রুয়ারি মুম্বইতে হয়ে গেল বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে জাতীয় দলের দুই সংস্করণের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) কথোপকথনের সেই ভিডিয়ো ভাইরাল।

আরও পড়ুন: বাবরদের সংসারে সুন্দরী অফিসার! কে এই হিনা মুনাওয়ার? চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ঝড়

'এটা দেখতে ভুলবেন না'! ক্যাপশন দিয়ে বিসিসিআই এক্স হ্যান্ডলে ভিডিয়ো শেয়ার করতেই ঝড় উঠেছে। রোহিতকে কথার ফাঁকে স্মৃতি জিজ্ঞাসা করেন যে, সম্প্রতি রোহিতের এমন কোনও হবি তৈরি হয়েছে কিনা, যা নিয়ে সতীর্থরা রোহিতের সঙ্গে ইয়ার্কি করেন? রোহিত বলেন, 'আমার জানা নেই। তবে ওরা আমাকে ভুলে যাওয়া নিয়েই ইয়ার্কি করে। স্পষ্টতই এটা হবি নয়, তবে তারা এটা নিয়েই ওরা ঠাট্টা করে। আমি নাকি আমার ওয়ালেট এবং পাসপোর্ট ভুলে যাই, যা একেবারেই সত্যি নয়। কয়েক দশক আগে এমন ঘটেছিল বটে, তবে এখন নয়।' রোহিতকে এরপর স্মৃতি জিজ্ঞাসা করেন যে, এখনও পর্যন্ত রোহিতের ভুলে যাওয়া সবচেয়ে বড় জিনিস কী ছিল? যা শুনে রোহিত হাসতে হাসতে বলেন, 'ছাড়ো, আমি সেটা এখন বলতে পারছি না! অনুষ্ঠানটি  যদি লাইভ সম্প্রচারিত হয়, তাহলে আমার বউ দেখে ফেলবে। তাই আমি তা বলতে পারছি না। আমি  নিজের কাছেই রাখব।'

বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই নিয়ে চতুর্থবার সেরা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটারের সম্মান পেয়েছেন স্মৃতি। তাঁর বিশ্বমানের ব্যাটিং ক্ষমতা এবং নেতৃত্বের প্রদর্শন অব্যাহত রেখেছেন বাইশ গজে। ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান করার পুরষ্কারও পেয়েছেন স্মৃতি, ওডিআই-তে সর্বাধিক উইকেটশিকারি হওয়ার পুরস্কার পেয়েছেন দীপ্তি শর্মা। 

আরও পড়ুন: 'ক্রিকেট ঈশ্বর'কে জীবনকৃতী, বোর্ডের বর্ষসেরা কোন দুই মহারথী? রইল পুরো তালিকা

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.