Weather Today: ভ্যাপসা গরম কি আজ বাড়বে? কেমন থাকবে রাজ্যের সারাদিনের আবহাওয়া?
আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে, সঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসও। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
অয়ন ঘোষাল: বৃষ্টির ঘাটতি রয়েই গেছে দক্ষিণবঙ্গে। আপাতত তা পূরণের তো সম্ভাবনাই নেই, বরং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি জারি থাকবে। তবে উত্তরবঙ্গে আরও কমবে তাপমাত্রা। আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে, সঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসও। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা হালকা বৃষ্টিও হবে কোথাও কোথাও। সেই কারণে আজ সারাদিনই আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে শহর ও শহরতলিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ।
এদিকে, উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পার্বত্য এলাকায়। তাপমাত্রা আরও নামার পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখছেন না আবহাওয়াবিদরা। জেলায় জেলায় হালকা বৃষ্টি হবে তবে তা বিক্ষিপ্তভাবে। দু এক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে রাজ্যবাসীকে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণ থেকে ক্রমশ উত্তরে সরছে। আরব সাগরের সুস্পষ্ট নিম্নচাপ উদয়পুরএবং কাটনির হয়ে ছত্রিশগড়ের নিম্নচাপের ওপর দিয়ে ভুবনেশ্বর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন, Howrah: জল খেতে গিয়ে বিপত্তি! হাওড়ায় স্কুলে বিদ্যুৎস্পৃষ্ট চতুর্থ শ্রেণীর ছাত্রী