Coronavirus: চাকা গড়াবে না লোকাল ট্রেনের, রাজ্যে আরও ১৫ দিন বহাল বিধিনিষেধ
বন্ধ স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও
নিজস্ব প্রতিবেদন: আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধের (Corona Restrictions) মেয়াদ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বাড়াল নবান্ন (Nabanna)। রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ঘরের বাইরে বেরোনো নিষিদ্ধই থাকছে। যদিও ছাড় রয়েছে জরুরি পরিষেবার (Emergency Services) ক্ষেত্রে। স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে আপাতত চাকা গড়াচ্ছে না লোকাল ট্রেনের (Local Trains)।
বুধবার নবান্নে তরফে নয়া বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করেই আরো ১৫ দিন বিধিনিষেধ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হল। উপরোক্ত বিধি ছাড়াও মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহার ও যথাসম্ভব কোভিডবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অভিযুক্তের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: Alipore Zoo Reopened: পুজোর আগেই খুলে গেল আলিপুর চিড়িয়াখানা, কোভিডবিধিতে কড়াকড়ি
বাস-অটো-ট্যাক্সি পরিষেবা সচল থাকলেও পুজোর আগে আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। এদিকে আজ থেকে ফের বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)