West Bengal Election 2021: পা ভালো হয়ে গিয়েছে, বাড়ি না যাওয়ায় প্লাস্টার কাটতে পারছি না: Mamata
গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
![West Bengal Election 2021: পা ভালো হয়ে গিয়েছে, বাড়ি না যাওয়ায় প্লাস্টার কাটতে পারছি না: Mamata West Bengal Election 2021: পা ভালো হয়ে গিয়েছে, বাড়ি না যাওয়ায় প্লাস্টার কাটতে পারছি না: Mamata](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/25/317921-mamataleg-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: চোট সেরে গিয়েছে। তবে কলকাতায় ফিরতে পারছেন না বলে প্লাস্টার কাটা হচ্ছে না। বহরমপুরের রবীন্দ্রসদনে ভার্চুয়াল সভায় দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিড়ের চাপে গাড়ির দরজা বন্ধ হয়েছিল। আঘাত লাগে মমতার পায়ে। তার দেড় মাস পর মমতা জানালেন, জখম পা সেরে গিয়েছে। হুইল চেয়ারে বসে এ দিন তিনি বলেন,''পায়ে চোট থাকা সত্ত্বেও এক মাস ২০-২২ দিন আমি কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছি। এখন আমার পা-টা ভালো হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু বাড়িতে যেতে পারছি না, তাই প্লাস্টার কাটতে পারছি না। যেহেতু টানা ১০ দিন বাইরে আছি। ওখানে গিয়ে করতে হবে। আপনাদের মানসিক প্রেরণা আমাকে সাহায্য করেছে।''
চোট লাগার পর থেকে হুইল চেয়ারেই জেলায় জেলায় প্রচার সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর চোটকে নাটক বলে কটাক্ষও করেছেন বিজেপি নেতারা। ভোটের প্রচারে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও করেছেন তৃণমূল নেত্রী।