WB Assembly Election 2021: বিনা পয়সায় চাল দিই আমরা, বিজেপিকে বলুন ফ্রিতে LPG দিতে: Mamata
বিজেপি বলছে গর্ববতী মায়ের ডিম খাবে না। ডিম খাবে না তো কী খাবে। তোমাদের মাথা খাবে!
![WB Assembly Election 2021: বিনা পয়সায় চাল দিই আমরা, বিজেপিকে বলুন ফ্রিতে LPG দিতে: Mamata WB Assembly Election 2021: বিনা পয়সায় চাল দিই আমরা, বিজেপিকে বলুন ফ্রিতে LPG দিতে: Mamata](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/03/25/312991-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: আমরা বিনা পয়সায় চাল দিই। ওরা বলে আমরা বিনা পয়সায় গ্যাস সিলিন্ডার দিই। ওদের বলুন, তোমরা যদি গরিবের বন্ধু হও তাহলে বিনা পয়সায় LPG দাও। পাথরপ্রতিমায় প্রচারে গিয়ে বিজেপিকে এভাবেই বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
আরও পড়ুন- 'আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব'
বিধানসভা নির্বাচনে এবার তৃণমূলের স্লোগান 'খেলা হবে'। এনিয়ে মমতা(Mamata Banerjee) বলেন, মমতা ব্রিজ করে দেয়, রাস্তা করে দেয়, রূপশ্রী দেয়, কন্যাশ্রী দেয়, পড়ুয়াদের সাইকেল দেয় তাই বলে খেলা হবে। আমপান(Amphan) যখন হয়েছিল তখন নবান্নে সারারাত বসেছিলাম। নবান্নটা থরথর করে কাঁপছিল। ঝড় থেমে যাওয়ার পর পাথরপতিমার খবর নিয়েছি। তারপর ত্রাণের ব্যবস্থা করেছি।
আরও পড়ুন-'মাঝারি মাপের নেতারাই ব্ল্যাকমেল করছেন মুখ্যমন্ত্রীকে', অনুব্রত প্রসঙ্গে কটাক্ষ দিলীপের
বিজেপি বলছে গর্ববতী মায়ের ডিম খাবে না। ডিম খাবে না তো কী খাবে। তোমাদের মাথা খাবে!সালোয়ার কামিজ পরা যাবে না বলছে ওরা। ওদের বলুন খাওয়া,পরা নিজেদের ব্যাপার। এতে কাউকে মাথা গলাতে দেব না। ধর্ম নিজের,খাবার নিজের। উত্সব সবার। বিজেপি আসলে বলবে, মেয়েরা স্কুলে যাবে না। বাইরের গুন্ডাদের নিয়ে এসে জমি বাড়ি দখল করে নেবে। বিজেপি(BJP) হল বহিরাগত গুন্ডা। বাইরের লোকদের নিজের এলাকা দখল করতে দেবেন? এদের বিদেয় করুন।