ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার তাজা বোমা, 'বাংলাদেশেই তৈরি হয় এ ধরনের বোমা' বলছে পুলিস
জানি গিয়েছে, মূলত বাংলাদেশেই (Bangladesh) তৈরি হয় এধরনের বোমা। ভারত বাংলাদেশ (India-Bangladesh Border) সীমান্তে, বৈষ্ণবনগরের আকন্দবাড়িয়ায় বোমাগুলি মিলেছে।
নিজস্ব প্রতিবেদন: রাজ্য়ে ভোটের উত্তাপ বাড়ছে। তার মাঝেই বোমা উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল। নিমতিতা (Nimtita) কাণ্ডের রেশ কাটতে না কাটতেই মালদহে (Maldah) তাজা বোমা উদ্ধার। পুলিস সূত্রে খবর, প্লাস্টিকের বলের মতো দেখতে বোমাগুলি খুবই শক্তিশালী বিস্ফোরক দিয়ে তৈরি। জানি গিয়েছে, মূলত বাংলাদেশেই (Bangladesh) তৈরি হয় এধরনের বোমা। ভারত বাংলাদেশ (India-Bangladesh Border) সীমান্তে, বৈষ্ণবনগরের আকন্দবাড়িয়ায় বোমাগুলি মিলেছে।
আরও পড়ুন: ভোটের মুখে প্রায় দু'মাস মজুরিহীন চা-শ্রমিকেরা, দেখালেন বিক্ষোভ
বুধবার জ্যারিকেন ভর্তি বোমাগুলি প্রথম দেখতে পান স্থানীয়রাই। খবর পেয়ে ঘটনাস্থালে আসে পুলিস (West Bengal Police)। ঘিরে ফেলা হয় এলাকা। পরে বম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। যদিও কারা এই বোমাগুলি মজুত করেছিল বা তাদের কী উদ্দেশ্য ছিল তা এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যেই ঘটনায় রাজনৈতিক রঙ লেগেছে। ভোটের সময় এলাকা উত্তপ্ত করতেই বোমা মজুত করছিল বিজেপি (BJP)। এমনই অভিযোগ তৃণমূলের (Trinamool)। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবিরের। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।