১২ ঘণ্টায় মৃত ৪, অজানা জ্বরে হাবড়া জুড়ে আতঙ্ক

Updated By: Oct 5, 2017, 09:18 PM IST
১২ ঘণ্টায় মৃত ৪, অজানা জ্বরে হাবড়া জুড়ে আতঙ্ক

ওয়েব ডেস্ক:  অজানা জ্বরের আতঙ্ক হাবড়ায়।  ১২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪জনের। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে৪ ঘণ্টায় । দুজনের রক্তে এনএস১ টেস্ট পজিটিভ। ফলে মশাবাহিত কোনও রোগেই এদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

একজনের  বেডে গাদাগাদি করে চারজন। মাটিতেও রোগীদের ভিড়।  ঠাঁই নেই হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। অজানা জ্বরের থাবায় থরহরি কম্প। পরিস্থিতি কতটা ঘোরালো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে পরিসংখ্যান।

অজানা জ্বর নিয়ে হাবড়া হাসপাতালে ভর্তি প্রায় ৩০০জন। বুধবার সন্ধে থেকে প্রথম ৪ ঘণ্টাতেই ৩ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন সুনীতা শীল রাই, শীলা রাই ও লিলি শূর। বৃহস্পতিবার সকালে মারা যান  প্রশান্ত কর্মকার।

অজানা জ্বর না ডেঙ্গি?

মৃতদের পরিজনদের দাবি, আক্রান্তরা সকলেই ডেঙ্গিতে ভুগছিলেন। মশাবাহিত রোগের কথা মানলেও, ডেঙ্গি বলতে এখনই রাজি নন সুপার।

হাবড়া হাসপাতালে মেল-ফিমেল ওয়ার্ড মিলিয়ে বেডের সংখ্যা ৮০।  অথচ এইমুহুর্তে রোগীর সংখ্যা ৩০০।  মিলছে না ন্যূনতম পরিষেবা। ক্ষোভে ফেটে পড়েছেন রোগীর আত্মীয়রা। সীমিত পরিকাঠামোর কথা মানছেন হাসপাতাল সুপারও। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরেই বিশেষ ক্যাম্প খুলছে পুরসভা।

.