টানা বৃষ্টিতে উত্তরবঙ্গে ট্রেন চলাচলে বিঘ্ন
Updated By: Aug 12, 2017, 11:21 PM IST
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলার। জল জমেছে রেল লাইনে। আর তার ফলে ট্রেন চলছে ধীরগতিতে। প্রায় সব ট্রেন লেট। নিউজলপাইগুড়ি স্টেশনে অপেক্ষা করছেন শত শত যাত্রী। বাইরে বৃষ্টির খামতি নেই। প্ল্যাটফর্মের মধ্যে সকাল থেকে বিরক্তিকর বসে থাকা। প্রায় সব ট্রেনই লেট। নিউ জলপাইগুড়ি স্টেশনে বসে রয়েছেন শয়ে শয়ে যাত্রী।
আরও পড়ুন- লাগাতার ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস
টানা বৃষ্টিতে রেল পথে জল জমেছে আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়িতে। ফলে ট্রেন চলছে ধীরগতিতে। কোথাও কোথাও নদীর জলোচ্ছাসের জন্য রেল সেতুতে ট্রেন চালানো হচ্ছে ধীরে। এই অবস্থায় নিউ জলপাইগুড়ি স্টেশনের প্ল্যটাফর্মে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।