Kalna Murder: বাড়ি থেকে ডেকে তৃণমূল কর্মীকে খুন? গ্রেফতার বিজেপি কর্মী
এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, দাবি গেরুয়াশিবিরের।
![Kalna Murder: বাড়ি থেকে ডেকে তৃণমূল কর্মীকে খুন? গ্রেফতার বিজেপি কর্মী Kalna Murder: বাড়ি থেকে ডেকে তৃণমূল কর্মীকে খুন? গ্রেফতার বিজেপি কর্মী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/29/383816-murder.jpg)
সঞ্জয় রাজংশী: বাড়ি থেকে ডেকে নিয়ে দিয়ে তৃণমূল কর্মীকে খুন? বিজেপিকে কর্মীকে গ্রেফতার করল পুলিস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কালনায়। এলাকায় মোতায়েন পুলিস।
জানা গিয়েছে, মৃতের দয়াল হাজরা। বাড়ি, কালনার বৈদ্যপুর আটগাছিয়া এলাকার বুড়ো শিবতলায়। স্রেফ তৃণমূলের সক্রিয় কর্মী নন, এলাকায় খোলা বাদক হিসেবেও নামডাক ছিল দয়ালের।
আরও পড়ুন: Dakshineshwar School: ক্লাসে শিসের শাস্তি, কাঁচি হাতে ৭ ছাত্রের চুল কাটলেন প্রধান শিক্ষিকা!
কীভাবে মৃত্যু? অভিযোগ, সন্ধ্যায় হরিনাম সংকীর্তনের নাম করে দয়ালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কৃষ্ণচন্দ্র হাতি নামে এলাকারই এক বাসিন্দা। তিনি আবার বিজেপির সক্রিয় কর্মী। এরপর নির্জন জায়গায় ওই তৃণমূল কর্মীকে শ্বাসরোধ করেন খুন করার চেষ্টা করেন কৃষ্ণচন্দ্র। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছলে পালানোর চেষ্টা করেন তিনি, কিন্তু ধরা পড়ে যান। খবর দেওয়া হয় থানায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন: Visva Bharati University: বিতর্কের প্যাঁচে বিশ্বভারতী, ডিপার্টমেন্ট থেকেই 'লোপাট' মার্কশিট!
এদিকে আশঙ্কাজনক অবস্থায় দয়াল হাজরাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।