Didir Suraksha Kavach: থানায় 'দিদির দূত', পুলিস আধিকারিকের সঙ্গে বৈঠক...
পঞ্চায়েত ভোটের আগে পুলিসের সঙ্গে সেটিং করতেই থানায় গিয়েছিবেন তৃণমূল নেতারা', অভিযোগ বিজেপির।
![Didir Suraksha Kavach: থানায় 'দিদির দূত', পুলিস আধিকারিকের সঙ্গে বৈঠক... Didir Suraksha Kavach: থানায় 'দিদির দূত', পুলিস আধিকারিকের সঙ্গে বৈঠক...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/19/404617-policr.jpg)
দেবব্রত ঘোষ: পঞ্চায়েত ভোটের আগে থানায় 'দিদির দূত'! কর্তব্যরত পুলিস আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন বিধায়ক। বাইরে তখন প্য়াকার্ড হতে দাঁড়িয়ে দলের কর্মী-সমর্থকরা। ঘটনাস্থল, হাওড়ার ডোমজুড়।
ঘটনাটি ঠিক কী? পঞ্চায়েত ভোটের আগে নয়া কর্মসূচি তৃণমূলের। নাম, 'দিদির সুরক্ষা কবচ’। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে জুড়ে দিদির দূত হিসেবে কাজ করবেন প্রায় সাড়ে ৩ লক্ষ স্বেচ্ছাসেবক। বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন তাঁরা। এখন অবশ্য এলাকায় ঘুরছেন সাংসদ, বিধায়ক-সহ দলের পদাধিকারীরাই। এমনকী, তাঁদের ঘিরে বিক্ষোভও দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
এদিন হাওড়ায় ডোমজুড়ে দলের জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে 'দিদির সুরক্ষা কবচ' তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। শুধু তাই নয়, দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ঢুকে পড়লেন থানায়ও! বাঁকড়া তদন্তকেন্দ্রে গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে বৈঠক করলেন বিধায়ক। কেন? ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ আবার তৃণমূলের হাওড়ার (সদর) জেলা সভাপতি। তাঁর দাবি, পুলিস যাতে সাধারণ মানুষের অভিযোগ নেয়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, তা নিশ্চিত করতেই থানায় গিয়েছিলেন।
আরও পড়ুন: ATM, Fake Note: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে বেরোল জাল নোট! শোরগোল গলসিতে
এই দিদির সুরক্ষা কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচার চালাচ্ছে তৃণমূল। তাহলে থানায় কেন?বিজেপি নেতা ওমপ্রকাশ সিং বলেন, 'এরা কোনও নিয়ম মানছে না। পঞ্চায়েত ভোটের আগে পুলিসের সঙ্গে সেটিং করতেই থানায় গিয়েছিবেন তৃণমূল নেতারা'।