রেল লাইনের ওপর বাজার; ট্রেন এসে পিষে দিল ৩ ব্যবসায়ীকে
ট্রেন লাইনের ওপরেই বাজার। ট্রেন ঢুকে পিষে দিল তিন ব্যবসায়ীকে। দঃ ২৪ পরগনার চম্পাহাটি স্টেশনের ঘটনা। রেললাইনের পাশেই বাজার রয়েছে। সকাল থেকেই জমজমাট রবিবারের বাজার। লাইনের ওপরেই চলছিল কেনাবেচা। আচমকাই সেই সময় চলে আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল।
![রেল লাইনের ওপর বাজার; ট্রেন এসে পিষে দিল ৩ ব্যবসায়ীকে রেল লাইনের ওপর বাজার; ট্রেন এসে পিষে দিল ৩ ব্যবসায়ীকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/02/88614-fguofgujolfglgjgfljgfjgl.jpg)
ওয়েব ডেস্ক : ট্রেন লাইনের ওপরেই বাজার। ট্রেন ঢুকে পিষে দিল তিন ব্যবসায়ীকে। দঃ ২৪ পরগনার চম্পাহাটি স্টেশনের ঘটনা। রেললাইনের পাশেই বাজার রয়েছে। সকাল থেকেই জমজমাট রবিবারের বাজার। লাইনের ওপরেই চলছিল কেনাবেচা। আচমকাই সেই সময় চলে আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল।
আরও পড়ুন- সোনাগাছিতে যৌন কর্মী খুনের ঘটনায় গ্রেফতার যুবক!
ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় পিন্টু মণ্ডল ও মামনি মণ্ডল নামে দুই মাছ বিক্রেতার। বাসিন্দারা জানিয়েছেন রেলগেট সংলগ্ন রেলের ওই জমিতে প্রতিদিনই মাছের বাজার বসে। হঠাত্ই ট্রেন ঢুকে পড়ায় লাইন থেকে সরারও সময় পাননি অনেকে। দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জখমের সংখ্যা জনা পাঁচেক। প্রশাসনের চোখ এড়িয়ে কীভাবে এই দীর্ঘদিন ধরে এই বাজার কীভাবে চলছিল, তা নিয়েই উঠছে প্রশ্ন।