এখন অনেকটাই সুস্থ, হৃদযন্ত্রের ‘ব্লকেজ’-এর চিকিত্সা করাতে আজই কলকাতায় আসছেন অশোক ভট্টাচার্য
সূত্রের খবর, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিত্সা হবে। সেক্ষেত্রে সোমবার রাত ৯টা ৫ মিনিটে পদাতিক এক্সপ্রেসে তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে।
![এখন অনেকটাই সুস্থ, হৃদযন্ত্রের ‘ব্লকেজ’-এর চিকিত্সা করাতে আজই কলকাতায় আসছেন অশোক ভট্টাচার্য এখন অনেকটাই সুস্থ, হৃদযন্ত্রের ‘ব্লকেজ’-এর চিকিত্সা করাতে আজই কলকাতায় আসছেন অশোক ভট্টাচার্য](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/26/205852-ashok.jpg)
নিজস্ব প্রতিবেদন: এখন সুস্থ রয়েছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।
রবিবার তাঁর শারীরিক অবস্থা আচমকাই খারাপ হয়ে পড়ে। হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে দ্রুত ভর্তি করা হয় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষা করে চিকিত্সকরা জানান, তাঁর হৃদয়ে ছোট্ট ব্লকেজ আছে। সেটির চিকিত্সা করানো হবে। সূত্রের খবর, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিত্সা হবে। সেক্ষেত্রে সোমবার রাত ৯টা ৫ মিনিটে পদাতিক এক্সপ্রেসে তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে।
‘বান্ধবী’র বাড়ি থেকে দেহ উদ্ধার, বেহালা সিদ্ধেশ্বরী কালীমন্দিরের প্রধান পুরোহিতের রহস্যমৃত্যু
জানা গিয়েছে, শনিবার রাত থেকেই অসুস্থ বোধ করছিলেন অশোক ভট্টাচার্য। রবিবার সকাল থেকেই বুকে ব্যাথা অনুভব করেন। বাড়িতেই যান পারিবারিক চিকিত্সকরা। ইসিজি করা হয়। পারিবারিক ডাক্তারের পরামর্শ তাঁকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে।